‘বেলাবোস, রঞ্জনা, আমি আর আসবো না’ এমন অসংখ্য জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মনে অনেক আগে থেকেই জায়গা করে নিয়েছেন পশ্চিম বাংলার কণ্ঠশিল্পী অঞ্জন দত্ত। গানের পাশাপাশি এখন চলচ্চিত্র পরিচালনাও করেন। করছেন অভিনয়ও।
বহু প্রতিভার অধিকারী এই তারকা এর আগে একাধিকবার ঢাকার মঞ্চ কাঁপিয়েছেন। এবার আবারও আসছেন। শোনা যাচ্ছে চলতি মাসেই তার ঢাকায় আসার কথা রয়েছে। তবে এইবার আসছেন একটু ভিন্ন আয়োজনে।
জানা গেছে, মুজিববর্ষ ও ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যদের চাকরিতে প্রবেশের সাত বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন অঞ্জন দত্ত। এ উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে অঞ্জন দত্ত শোনাবেন তার একাধিক জনপ্রিয় কালজয়ী গান।
একাধিকবার বাংলাদেশে আসা কলকাতার জনপ্রিয় তারকা অঞ্জন দত্ত গেল বছরের জুলাইয়ে ঢাকায় এসেছিলেন। অঞ্জন দত্ত প্রোডাকশনের নাটক ‘সেলসম্যানের সংসার’ নিয়ে সে সময় তিনি ঢাকায় এসেছিলেন। যা যুগান্তকারী সাড়া ফেলেছিল দর্শকশাড়ীতে।
আনন্দবাজার/শাহী