বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ১০ দিনব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সম্পন্ন

শ্রীমঙ্গলে ১০ দিনব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সম্পন্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবকদের মধ্যে ১০ দিনের মোবাইল সাভিংসিং প্রশিক্ষ সম্পন্ন ও সনদ বিতরণ করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে শ্রীমঙ্গল বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সী (জাইকা)র সহযোগিতায় ১০ দিন ব্যাপী প্রশিক্ষন শেষে প্রশিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর এর সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, জাইকার প্রতিনিধি নিশিত বরন রায় প্রমুখ। এসময় প্রশিক্ষণে অংশ গ্রহনকারী ২০ জন প্রশিক্ষনার্থীকে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি আটক

সংবাদটি শেয়ার করুন