ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে দেখা মিললো পঙ্খিরাজ মাছের

সিলেটের লালবাজারে হঠাৎ দেখা মিললো মস্তবড় এক পঙ্খিরাজ মাছের। গত কাল রবিবার এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে মাছটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভীর জমায় মাছ বাজারে।

জানা যায়, কক্সবাজারের জেলেদের জালে প্রায় ৩৫ কেজি ওজনের ‘সেইল ফিশ’ নামের এই মাছটি ধরা পড়ে। পিঠে পাখনা থাকার কারণেই এ মাছের নাম দেওয়া হয়েছে ‘পঙ্খিরাজ’। ব্যবসায়ীরা পঙ্খিরাজ এর দাম চেযেছেন ৩৫ হাজার টাকা।

মাছ ব্যবসায়ীরা বলেন, মাছটি ধরা পড়ে কক্সবাজারে জেলেদের জালে। পরে গত রবিবার মাছটি বিক্রি করার জন্য পাঠানো  লালবাজারের ব্যবসায়ীদের কাছে।

লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ জানান, চট্টগ্রামের মাছ ব্যবসায়ী খোরশেদ মিয়ার মাধ্যমে মাছটি তাদের কাছে এসেছে। এর আগে ১৮ থেকে ২০ কেজি ওজনের এই মাছ বাজারে আনা হয়েছিল ২০১৭ সালে। সেই সময় মাছটি বিক্রি হয়েছেছিল ১৫ হাজার টাকায়। তিনি আরও জানান, তারা ৩৫ কেজি ওজনের মাছটির দাম চেয়েছে ৩৫ হাজার টাকা। কিন্তু এক ক্রেতা মাছটির সর্বোচ্চ দাম হাঁকিয়েছেন ২৫ হাজার টাকা। মাছটি কেটে কেজি হিসাবে বিক্রি করা হবে যদি কাঙ্ক্ষিত দাম পাওয়া না যায়।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন