ঢাকা | সোমবার
৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জামালগঞ্জে তরুণ নেতৃত্বে বিকাশ উপলক্ষে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ

জামালগঞ্জে তরুণ নেতৃত্বে বিকাশ উপলক্ষে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ

‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় তরুণ নেতৃত্বে বিকাশ উপলক্ষে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় প্রশিক্ষণ উদ্ভোধন করা হয়। আয়োজনে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ, সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।

প্রশিক্ষণ শুভ উদ্ভোধন করেন জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম চৌধুরী বিন বারি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পিএফজির জেলা সমন্বয়কারী মিছবাহ উদ্দিন, সুনামগঞ্জ জেলা পিএফজির উপদেষ্টা মো: নুরুল হক আফিন্দী, পিএফজি ও জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী,প্রশিক্ষক, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সুখময় পাল, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সিলেট অঞ্চলের হিসাব রক্ষক অফিসার কুদরত পাশা, ইয়ুথ মোবিলাইজেশন অফিসার দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর আবু সাইদ প্রমুখ। এতে অংশ গ্রহণ করেন, ছাত্রলীগ, ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থী বৃন্দ।

অংশগ্রহণকারী ছাত্রলীগের জোনায়েদ, জহিরুল, হাসান, জয় তালুকদার, তামান্না আক্তার, শারমিন আক্তার, ছাত্রদলের জসিম উদ্দিন, সাইদিল মুরসালিন, রহিম বাদশা, সজল মাহমুদ, মাহমুদা আক্তার,শারমিন, শিক্ষার্থী মোফাচ্ছিরা বন্থি, পলি চক্রবর্তী প্রমুখ।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন