ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি আটক

শ্রীমঙ্গলে ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অভিযানে ৫০লিটার চোলাই মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার।

গত মঙ্গলবার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদারের সার্বিক দিক নির্দেশনায় এসআই মো: সিরাজুল ইসলাম এর নেতৃতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া চা বাগানের ৬ নং শ্রমিক লাইনের বস্তির কৃষ্ণপাশীর বাড়ির উঠানের দক্ষিণ পশের একটি ঘর থেকে ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেন।

এসময় বাড়ির মালিক মোহন পাশীর ছেলে কৃষ্ণপাশী (২০) ও যোগেশ চন্দ্র পাল এর ছেলে যতিশ পালকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বৃধবার সকালে আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন