ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আইএমএফের ঋণ: চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ৩১ জানুয়ারি

আইএমএফের ঋণ চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ৩১ জানুয়ারি

আইএমএফের ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি মাসের শেষদিন অর্থাৎ ৩১ জানুয়ারি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে আইআইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক হয়। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র মো. মেজবাউল হক এমনটাই প্রত্যাশা করছেন।

উক্ত বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক সাংবাদিকদের জানান, ৩১ জানুয়ারি আইএমএফের বোর্ড সভায় ঋণ চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে অর্থনৈতিক মন্দা কাটাতে বাংলাদেশের কৌশল সম্পর্কে জানতে চেয়েছে আইএমএফ।

এ বৈঠকে গভর্নরের পাশাপাশি সকল উচ্চ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ৪৫০ কোটি ডলার ঋণ সহায়তার বিপরীতে আইএমএফের পরামর্শ বাস্তবায়নে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা, তারল্য সংকটসহ বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে আইআইএমএফ প্রতিনিধি দলকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের নেয়া উদ্যোগগুলোর প্রশংসা করেছে এ সংস্থা। বৈঠকে আর্থিকখাতের সক্ষমতা বাড়াতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আইএমএফ।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন