ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ দিনে আক্রান্ত ২ লাখের বেশি

৫ দিনে আক্রান্ত ২ লাখের বেশি

নতুন বছরের প্রথম ৫ দিনে চীনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ১৯ জন। একই সময়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জাতিসংঘের অন্যতম অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে।

জনরোশের মুখে গত ডিসেম্বরে বিতর্কিত জিরো কোভিড নীতি থেকে সরে আসে চীনের সরকার। তারপর থেকেই করোনার ভয়াবহতা শুরু হয়েছে রাজাধানী বেইজিংসহ পুরো চীনজুড়ে। হাসপাতালগুলো করোনা রোগীদের উপচে পড়া ভিড় ও ওষুধের দোকানে করোনার ওষুধের যোগান প্রায় শেষ হয়ে গেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন।

চীনে কোভিডজনিত অসুস্থতায় প্রতিদিন মৃত্যু হচ্ছে প্রায় ৯ হাজার ঠিক এমনই তথ্য গেল বছরের ২৯ ডিসেম্বর প্রকাশ করেছিল যুক্তরাজ্যেভিত্তিক স্বাস্থ্যতথ্য গবেষণা সংস্থা এয়ারফিনিটি। এছাড়া চীনের বিভিন্ন বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন প্রদেশের হাসপাতাল ও শ্মশানগুলো উপচে পড়ছে আক্রান্ত রোগী ও মৃতদেহের ভিড়ে। তবে আক্রান্ত ও মৃতদের প্রায় সবার বয়স ৬০ বছরের ‍ঊর্ধ্বে। এরপরও দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার বর্তমান এই সংক্রমণ পরিস্থিতির হালনাগাদ কোনো তথ্য প্রকাশ করছে না।

চীন সরকারের তথ্য অনুযায়ী ২০২০ সালে মহামারির শুরু থেকে এ পর্যন্ত চীনে করোনায় মৃত্যু হয়েছে মোট ৫ হাজার ২৫৮ জনের।

সাম্প্রতিক সংক্রমণ পরিস্থিতি সম্পর্কে জানতে বেশ কয়েকদফা চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরই মূলত দেশটির সরকার এমন তথ্য দিয়েছে।

আনন্দবাজার/কআ

আরও পড়ুন:

সংবাদটি শেয়ার করুন