ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন জানিয়েছে তাদের মিত্র যুক্তরাজ্য। তেহরানের পারস্য উপসাগরীয় জলসীমার কাছে ব্রিটেনের যে সামরিক স্থাপনা রয়েছে তা এখন আক্রমণের অবস্থানে রয়েছে। খবর: দ্য সান।
দ্য সান এর প্রতিবেদনে, ব্রিটিশ সেনাবাহিনীর পদস্থরা, যদি মার্কিন বাহিনী ইরান আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তাহলে সামরিকভাবে যুক্তরাষ্ট্রকে সমর্থন করতে আগ্রহী। ইতিমধ্যে টমাহাক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে সজ্জিত ব্রিটিশ রয়েল নেভির পারমাণবিক চালিত সাবমেরিন, যা কিনা ইরানের কাছে মারাত্মক অবস্থানে আছে।
দ্য সান জানিয়েছে, ব্রিটেন সর্বদা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। হান্টার কিলার হচ্ছে রয়্যাল নেভির সবচেয়ে উন্নত সাবমেরিন। এগুলি খুবই মারাত্মক ও ভয়াবহ। যা ইরানের সীমার মধ্যে আক্রমণের জন্য সমর্থ।
দ্য সান আরও জানিয়েছে, স্পেশাল এয়ার সার্ভিস (এসএএস) ও স্পেশাল বোট সার্ভিস (এসবিএস) এর অপারেটরদের – যুক্তরাজ্য স্পেশাল ফোর্সেস সম্প্রদায়ের ২টি মূল উপাদান- ‘উদ্ধার মিশন’-এ সহায়তা করার জন্য ইতিমধ্যে ইরাকে প্রেরণ করা হয়েছে।
আনন্দবাজার/এম.কে