ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের মরদেহ জৈব সারে পরিণত করার অনুমতি দিলো নিউইয়র্ক

মানুষের মরদেহ জৈব সারে পরিণত করার অনুমতি দিলো নিউইয়র্ক

এবার মানুষের মরদেহকে জৈব সারে পরিণত করার অনুমতি দিয়েছে নিউইয়র্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ছয় অঙ্গরাজ্য এ পদ্ধতি অনুমোদন দিয়েছে। মৃত্যুর পর মরদেহ দাফন কিংবা দাহ করার পরিবর্তে কেউ চাইলে নিজ দেহ জৈব সারে পরিণত করাতে পারবেন।

নিউইয়র্কের ডেমোক্রেটিক গভর্নর ক্যাথি হচুল শনিবার (১ জানুয়ারি) মানবদেহ জৈব সারে পরিণত করার অনুমতি দেন।

এ পদ্ধতিকে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। ‘প্রাকৃতিক জৈব হ্রাস’ নামের এই পদ্ধতিতে মরদেহ একটি বদ্ধ কন্টেইনারে কয়েক সপ্তাহ রাখা হলে তা পচে যায়। এ পদ্ধতিতে মরদেহ একটি কন্টেইনারে কিছু উপকরণসহ রাখা হয়। পরে মরদেহটি জীবাণুর প্রভাবে গলে যায়।

প্রায় এক মাস পর ওই জৈব সারকে তাপ দিয়ে সংক্রামক মুক্ত করা হয়। তারপর জৈব সারগুলো পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই সার তারা ফুল, সবজি কিংবা গাছ রোপণে ব্যবহার করতে পারবেন।

সর্বপ্রথম ওয়াশিংটন ২০১৯ সালে প্রথম মরদেহ জৈব সারে পরিণত করার অনুমতি দেয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে কলোরাডো, অরেগন, ভার্মন্ট ও ক্যালিফোর্নিয়াও এই মরদেহ দাফন কিংবা দাহ করার বিকল্প হিসেবে এই পদ্ধতির অনুমোদন দেয়। সূত্র: বিবিসি

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন