ভারতীয় চলচ্চিত্রের ‘নাম্বার ওয়ান’ সমালোচক বলেও আখ্যা দেন কামাল আর খান ওরফে কেআরকে। তারকাদের পেছনে লেগে থাকাই যেন তার কাজ। তার সমালোচনা থেকে সালমান, শাহরুখ, অজয়, অক্ষয় থেকে শুরু করে হালের রণবীর সিংও বাদ পড়েননি কেউ।
এবার সেই কেআরকে পরপর তিনটি ছবি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় রণবীর সিংয়ের পেছনে লেগেছেন। ‘৮৩’, ‘জয়েশভাই জোরদার’ ও ‘সার্কাস’ পরপর তিনটি ছবি ব্যর্থ হওয়ায় রণবীরের ক্যারিয়ার শেষ বলে মন্তব্য করেন। আর একে পুরোটাই রণবীরের অতীত কর্মফলের কারণ বলে জানান।
এক ভিডিও বার্তায় সম্প্রতি কেআরকে রণবীর সিংয়ের ওপর সুশান্তের ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার অভিযোগ আনেন। তিনি দাবি করেন, ‘রণবীর সিংয়ের বলিউড ক্যারিয়ার খতম!’ কারণ রণবীর ফ্লপের হ্যাটট্রিক করলেন। অভিনেতার শেষ দুটি ছবি ‘৮৩’ এবং ‘জয়েশভাই জোরদার’ দর্শকের মনে দাগ কাটতে ব্যর্থ। ‘সার্কাস’ ছবিটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শক। কেআরকের মতে, এ সবই রণবীরের কর্মফল। যশরাজের ‘ঘরের ছেলে’ হয়ে সুশান্তের ছবি কেড়েছিলেন। তাতেও যখন হয়নি, সুশান্তের হাত থেকে ‘রাম-লীলা’র মতো ছবির সুযোগ ছিনিয়ে নেন রণবীর।
উল্লেখ্য, গুঞ্জন ছিল, ‘রাম-লীলা’ ছবির জন্য নাকি সঞ্জয় লীলা বানসালির প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। তবে নায়িকা দীপিকা চেয়েছিলেন তার বিপরীতে নায়ক হবেন রণবীর সিং। কেআরকে ভিডিওতে বলেন, ‘করণ জোহর ও আরও অনেকে মিলে সুশান্তের ক্যারিয়ার ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিলেন। তবে একে বলা যায় কর্মফল। এখন তাদের ছবি দেখছেন না দর্শক।’ তার মতে, রণবীর সিংয়ের ছবিতে প্রায় ৬০০ কোটি টাকার ভরাডুবি হয়েছে। শুধু তাই নয়, আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ও চলবে না। তার কথায়, ‘রণবীর সিংয়ের দশা বিবেক ওবেরয়ের থেকেও খারাপ হতে চলেছে।’
আনন্দবাজার/কআ