বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসিসিআই’র সভাপতি সাত্তার

ডিসিসিআই’র সভাপতি সাত্তার

দেশের স্বনামধন্য আইন পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান (লিগ্যাল কনসালটেন্সি ফার্ম) সাত্তার অ্যান্ড কোং এর প্রধান মোঃ সামির সাত্তার ২০২৩ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান) এবং মোঃ জুনায়েদ ইবনে আলী যথাক্রমে ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) ডিসিসিআই’র ৬১তম বার্ষিক সাধারণ সভায় মোঃ সামির সাত্তারকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকবৃন্দ হলেনঃ ইঞ্জিঃ এম এ ওহাব, রাজীব এইচ চৌধুরী, তাসকীন আহমেদ, এম শফিকুল ইসলাম, এফসিএ, কামরুল হাসান তুহিন এবং এম মোসাররফ হোসেন।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি সামির সাত্তারের প্রতিষ্ঠান (সাত্তার অ্যান্ড কোং) বাংলাদেশের সুপরিচিত একটি প্রতিষ্ঠান, যেটি বিশেষত কর্পোরেট ও বাণিজ্যিক আইন বিষয়ক ও স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগের উপর কাজ করে থাকে। বাংলাদেশে কোম্পানী আইন, কর্পোরেট গভার্নেন্স, ব্যাংকিং ও সিকিউরিটি আইন, যৌথ বিনিয়োগ এবং মার্জার অ্যান্ড একুইজিশন প্রভৃতি বিষয়ে জনাব সামির সাত্তারের প্রতিষ্ঠান পরামর্শক ও নীতি সহায়তা সেবা প্রদান করে। এছাড়াও তিনি গণমাধ্যম, যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি খাতে লেনদেন ও আইনী পরামর্শ প্রদান করে থাকে। তিনি বেশকিছু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন পরামর্শক প্রতিষ্ঠানে স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য বিরোধের উপর কাজ করেছেন। বৈদেশিক বিনিয়োগ, অর্পিত সম্পত্তি, জ¦ালানী, প্রাকৃতিক সম্পদ, খনি অনুসন্ধান, ব্যাংকিং ও আর্থিক খাত, আন্তর্জাতিক বাণিজ্য, নির্মাণ এবং শেয়ারহোল্ডর সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে তাঁর দক্ষতা রয়েছে।

আরও পড়ুনঃ  তারল্য বাড়ানো না গেলে বিনিয়োগ ও উন্নয়ন সম্ভব নয়: ডিসিসিআই

ডিসিসিআই সভাপতি সামির সাত্তার একজন ব্যারিস্টার এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট। ‘চেম্বার্স অ্যান্ড পার্টনার্স: এশিয়া প্যাসিফিক’ এবং ‘দি লিগ্যাল ৫০০’ তাঁকে বাংলাদেশের অন্যতম কর্পোরেট আইনজীবি হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০২০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি খ্যাতনামা ‘এশিয়ান লিগ্যাল বিজনেস (থমসন রয়টার্স-এর একটি প্রকাশনা) ফোরটি আন্ডার ফোরটি’-এর তালিকাভুক্ত হন। এছাড়াও ‘এশিয়া বিজনেস ল জার্নাল’ কর্তৃক ‘এ-লিস্ট: বাংলাদেশস টপ লয়ার্স’ ক্যাটাগরীতে ২০২২ সালে তিনি বাংলাদেশের অন্যতম ৫০জন আইনজীবির তালিকায় স্থান প্রাপ্ত হন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের লিডারশীপ প্রোগ্রামের জন্য সামির সাত্তার ইতোমধ্যে মনোনীত হয়েছেন। বাংলাদেশ সরকার তাঁকে ‘ওয়ার্ল্ড ব্যাংকস প্যানেল অফ আরবিট্রেটরস অ্যান্ড কনসিলিয়েটরস্’ হিসেবে দায়িত্ব প্রদান করেছে। তাঁর বাণিজ্যিক আইন বিষয়ক বেশকিছু প্রকাশনা রয়েছে।

ডিসিসিআই’র নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান) ‘বিডিকম অনলাইন লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক। তাঁর প্রতিষ্ঠান বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি), ডাটা কমিউনিকেশন, ভেহিক্যাল ট্রাকিং অ্যান্ড ফ্লিট ম্যানেজমেন্ট (আইপিটেলিফোনি), সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ড সার্ভিসেস খাতে ২০ বছর যাবত সম্পৃক্ত রয়েছে। ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি গোলাম ফারুক আলমগীর ‘ভেহিক্যাল ট্রাকিং সার্ভিস প্রভাইডারস এসোসিয়েশন অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও তিনি ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বেসিস, বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং ই-ক্যাব-এর সক্রিয় সদস্য। তিনি বাংলাদেশ ইকোনোমিক জোন ইনভেস্টরস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য।

ডিসিসিআই-এর নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ জুনায়েদ ইবনে আলী হাইটেক স্টিল অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড ও জাবের স্টিল-এর চেয়ারম্যান এবং জে এন কর্পোরেশন ও ট্রেড ল্যান্ড ইন্টারন্যাশনাল-এর সত্ত্বধিকারী। এছাড়াও তিনি বিভিন্ন দেশের সাথে পণ্য আমাদানি-রপ্তানি ব্যবসায় সম্পৃক্ত রয়েছেন। তাঁর প্রতিষ্ঠানসমূহ হোম এপ্লায়েন্স, স্টিল উৎপাদন ও আমদানি, হাইটেক এগ্রো প্রোডাক্টস, হর্টিকালচার, ডেইরি ফুড প্রসেসিং এবং ফিশারীজ প্রভৃতি ব্যবসার সাথে জড়িত। জুনায়েদ ইবনে আলী ‘বাংলাদেশ সেকেন্ডারি কোয়ালিটি টিনপ্লেট ইমপোটার্স এসোসিয়েশন’-এর সভাপতি, ‘বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন’ ও ‘বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইমপোরটার্স এসোসিয়েশন’-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং ‘বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ ও ‘কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গুলশান স্যুটিং ক্লাব-এর আজীবন সদস্য। ২০১০ সালে তিনি এমবিএ ডিগ্রী লাভ করেন।

আরও পড়ুনঃ  বাজেট নিয়ে ডিসিসিআই’র প্রতিক্রিয়া আগামীকাল

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন