ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের মণিপুরে বাস দুর্ঘটনায় ১৫ স্কুলশিক্ষার্থী নিহত

ভারতের মণিপুরে দুর্ঘটনায় ১৫ স্কুলশিক্ষার্থী নিহত

ভারতের মণিপুরে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৫ জন শিক্ষার্থী। এতে আহত হয়েছেন আরও বহুসংখ্যক। বুধবার (২১ ডিসেম্বর) সকালে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের ননেই জেলায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম প্রশাসন ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাস দু’টির যাত্রীরা সবাই মণিপুরের থৌবাল জেলার ইয়ারপক শহরের থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী-শিক্ষক এবং কর্মচারী। বুধবার সকালে স্কুল ক্যাম্পাস থেকে দু’টি বাসে করে শিক্ষাসফরে রওনা হয়েছিলেন তারা, গন্তব্য ছিল খৌপুম গ্রাম। যাত্রাপথে ননেই জেলার লোংসাই ‍তুবং এলাকার পাহাড়ি সড়কে সংঘর্ষ হয় বাস দু’টির। এতে হতাহতের ঘটনা সংগঠিত হয়।

দুর্ঘটনার পর পরই পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে হতাহতদের উদ্ধার করে পাঠানো হয়। পরে সেখান থেকে কয়েক জনকে রাজধানী ইম্ফলের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন