ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বেড়েছে আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অন্যদিকে এর পাশাপাশি বাড়তে শুরু করেছে স্বর্ণের দামও। আর এ প্রভাব পড়ছে দেশের পণ্যবাজারে। ইতোমধ্যে মূল্যবান ধাতুটির দাম ৬ বছরের সর্বোচ্চে পৌঁছে গেছে। বর্তমানে প্রতি ভরি স্বর্ণ ৬০ হাজার টাকার বেশি দরে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা খুব তাড়াতাড়ি থামার নয়। এ কারণে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর দাম আরো বাড়তে পারে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বাজারে সবচেয়ে ভাল মানের স্বর্ণ (২২ ক্যারেট) প্রতি ভরির দাম প্রায় ১ হাজার টাকা বেড়ে ৬০ হাজার ৩৬১ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪০ হাজার ২৪১ টাকায়।

এবার স্বর্ণের দাম বৃদ্ধি পেলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

আজ রবিবার (৫ জানুয়ারি) থেকে নতুন দর কার্যকর হবে জানিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এ দাম বাড়ানো হয়েছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন