আসছে ৯ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অনুষ্ঠান। যেখানে ভারতের ‘দ্য লাস্ট কালার’ মনোনীত হয়েছে সেরা ফিচার ফিল্ম বিভাগে। বারনসির প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা।
‘দ্য লাস্ট কালার’ সিনেমাটি পরিচালনা করেছেন সেলিব্রেটি শেফ বিকাশ খান্না। এটি ছিল বিকাশের প্রথম ছবি। আর প্রথম ছবিতেই করেছেন বাজিমাৎ।অস্কারে সেরা ছবির তালিকায় ৩৪৪ টি ছবির মধ্যে ‘দ্য লাস্ট কালার’-এর মনোনীত হওয়ার খবর বিকাশ খান্না নিজেই একটি টুইটে জানিয়েছেন।
বিকাশ খান্না টুইটারে লিখেছেন, ‘বিষয়টি আত্মস্থ করতে কিছুটা সময় লাগবে। আমাকে বিশ্বাস করার জন্য নীনা গুপ্তাকে ধন্যবাদ। আপনার প্রতি ভালোবাসি এবং শ্রদ্ধা রইলো’
বিকাশ খান্নার জন্ম থেকে শারিরীক ত্রুটির কারণে ১৩ বছর বয়স পর্যন্ত ভাল করে হাঁটতে বা দৌড়াতে পারতেন না। দুই পায়ের ত্রুটি ঠিক করতে ব্যবহৃত ধাতব আবরণের জন্য পা ভাঁজ করতে পারতেন না তিনি। তার অবসর সময়ের অধিকাংশই দাদির রান্না দেখে কেটেছে সেকারণে ১৭ বছর বয়সেই নানারকমের রেসিপি তার নখদর্পনে চলে আসে। এরপর রান্না নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তার জনপ্রিয়তার হয়ে শুরু। তার হাতের রান্নায় মন্ত্রমুগ্ধ ভারতের প্রধানমন্ত্রী মোদি থেকে করে ট্রুডো, ওবামাও।
‘দ্য লাস্ট কালার’ নির্মাণ করার পূর্বে বিকাশ টেলিভিশন শো ‘মাস্টারশেফ ইন্ডিয়া’ সঞ্চালনা করতেন।
বারনসির এক বিধবা নারীকে ঘিরে তৈরি করেছেন ‘দ্য লাস্ট কালার’ ছবিটির চিত্রনাট্য। যেই নারী বাঁচতে চায় সমাজের প্রচলিত ভুল ধারণাকে দূরে সরিয়ে।
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় এই পুরস্কার প্রদান করা হবে।
আনন্দবাজার/তা.অ