সাম্প্রতিক সময়ে জেনারেল সোলেইমানি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চরমে উঠেছে। যেকোনো মুহূর্তেই শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। কেননা ইতিমধ্যে ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় হামলা করছে তেহরান এয়ারফোর্স।
হামলার পর দেখা গেছে দাউ দাউ করে জ্বলছে মসুলের শক্তিশালী মার্কিন স্থাপনাটি। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এই হামলায় বহু মার্কিন সেনার প্রাণহারানোর আশঙ্কা রয়েছে। এর ঠিক কয়েক ঘণ্টা আগেই মার্কিন বাহিনীর ওপর টানা দুটি হামলা চালায় ইরান এয়ারফোর্স।
গতকাল শনিবার ইরাকের গ্রিন জোনে মিসাইল হামলা চালানো হয়েছে। এরপর দুটি মিসাইল এসে পড়ে মার্কিন দূতাবাসের নিকট। সাথে সাথে বেজে ওঠে সাইরেন। তাৎক্ষাণিকই সতর্ক করা হয় মার্কিন কূটনীতিক ও সেনাদের।
আনন্দবাজার/এম.কে