ফুটবল বিশ্বকাপের ট্রফি হাতে এবার রীতিমতো ইতিহাস গড়তে যাচ্ছেন বলিউড স্টার দীপিকা পাডুকোন। সুন্দর মুখশ্রী আর অভিনয়ে মুগ্ধ করা ৩৬ বছর বয়সী এই তারকা অভিনেত্রী ফাইনালের আগে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন।
ফিফার ইতিহাসে এবারই প্রথম কোন অভিনেত্রী এই মর্যাদা পাচ্ছেন। কোন সাবেক কিংবদন্তি ফুটবলার নন, একজন অভিনেত্রীর উন্মোচন করবেন ট্রফির।
তবে ফিফা অথবা দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না থাকলেও বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম এই খবরটি প্রকাশ করেছে।
শাহরুখের হাত ধরে দীপিকার আত্মপ্রকাশ হয় ১৫ বছর আগে ‘ওম শান্তি ওম’ দিয়ে। এরপর ‘ককটেল’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘পিকু’, ‘ছাপাক, ‘৮৩’সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন। ২০১৭ সালে অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’-এর মাধ্যমে ভিন ডিজেলের সাথে তার হলিউডে অভিষেক হয়।
কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দীপিকা। জুরি বোর্ডের সদস্য ছিলেন। ফের বৈশ্বিক মঞ্চে আলো ছড়াবেন বাজিরাও মাস্তানির এই নায়িকা। ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে দীপিকাকে। সেখানেই অনেক কাংখিত সেই সোনার ট্রফিটি উন্মোচন করবেন তিনি।
যদিও এবারের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে প্রথম ভারতীয় তারকা হিসেবে পারফর্ম করার কথা ছিল নোরা ফাতেহির। তবে বলিউডের এই সুন্দরীকে নাচতে দেখা যায়নি সেই অনুষ্ঠানে। কিন্তু মরুর বুকে এরপর ফিফা ফ্যান জোনে নজর কেড়ে দীপিকা ছাড়িয়ে যাচ্ছেন নোরা ফাতেহীকেও। কেননা, ফাইনালে ভরা স্টেডিয়ামে তার হাত ধরেই উন্মোচিত হবে বিশ্বকাপের ট্রফি। ভারত বিশ্বকাপে নেই তাতে কি একজন ভারতীয় ঠিকই থাকছেন ফাইনালের বড় মঞ্চে।
আনন্দবাজার/কআ