ভারতের বর্ধমানে একসঙ্গে জুটি বাঁধলেন ১০১ জোড়া পাত্র-পাত্রী। এতে হিন্দু-মুসলিম নির্বিশেষে উভয় সম্প্রদায়ের পাত্রপাত্রীরা উপস্থিত ছিলেন।
রোববার বর্ধমান শহরের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালী মন্দির মাঠে এ নিয়ে ৯ বার এভাবে বিশাল আকারে গণবিবাহ উৎসব অনুষ্ঠিত হলো।
ওইদিন বিয়ের আগে ১০১ জন বরকে নিয়ে বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, অনেকেই আর্থিক কারণে আনুষ্ঠানিকভাবে মেয়ের বিয়ে দিতে পারে না। তাদের কথা মাথায় রেখে গত কয়েক বছর ধরে গণবিবাহের আয়োজন করা হচ্ছে।
উক্ত বিয়ের অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বরযাত্রী কনেযাত্রীদের আপ্যায়নের ব্যবস্থা ছিল। নবদম্পতিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপহারে ভরিয়ে দেওয়া হয়।
প্রত্যেকের ধর্মীয় রীতি মেনে বিয়ে সম্পন্ন হয়। আয়োজকেরা সমস্ত খরচাপাতি বহন করেছেন। দেওয়া হয়েছে সোনার আংটি এবং নাকছাবি। রঙিন টেলিভিশন সেট, খাট, সাইকেল, সেলাই মেশিন-সহ নানা দানসামগ্রীও।
এদিন প্রত্যেক দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বিমা পলিসির কাগজপত্র। এ ছাড়া চাল, আলু, আটা ইত্যাদি মিলিয়ে মাসখানেকের রেশন। দম্পতিদের আত্মীয়স্বজনদের জন্য ভূরিভোজের এলাহি ব্যবস্থাও করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে।
আনন্দবাজার/কআ