ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে খনিতে বিস্ফোরণে ৯ শ্রমিকের মৃত্যু

পাকিস্তানে খনিতে বিস্ফোরণে ৯ শ্রমিকের মৃত্যু

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ৯ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার জন।

স্থানীয় সময় বুধবার প্রদেশটির কোহাট বিভাগের ওরাকজাই জেলার একটি খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, খনিটির আড়াই হাজার ফুট গভীরে বিস্ফোরণটি ঘটেছে। খবর: পাকিস্তানভিত্তিক ডন পত্রিকা।

এমন ঘটনায় মৃত্যুর পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং স্থানীয় সরকারি কর্মকর্তারা আলাদা বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন।

আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি জেলা ওরাকজাইয়ের একটি প্রত্যন্ত এলাকায় বিস্ফোরণটি ঘটেছে। ঘটনার সময় খনিটিতে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন, বিস্ফোরণের পর তারা সবাই আটকা পড়েন। এ ঘটনায় কোনো গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা। দেশটির খনি ও খনিজ বিভাগের উপদেষ্টা মোহাম্মদ আরিফ বিবৃতিতে এসব জানা যায়।

ঘটনার পর উদ্ধারকারী দল ও স্থানীয় স্বেচ্ছাসেবী ও পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত ৯ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় আরও চার জনকে উদ্ধার করে স্থানীয় জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

খনির ভেতরে গ্যাস স্পার্ক থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গেছে বলে জানান খনি উন্নয়ন অধীদপ্তরের বরাতে ওরাকজাই জেলা পুলিশ প্রধান নাজির খান।

উল্লেখ্য, একথা প্রচলিত আছে যে, পাকিস্তানের কয়লা খনন শিল্পে নিরাপত্তার মান সাধারণত উপেক্ষা করা হয়, যার ফলে সাম্প্রতিক বছরগুলোতে অসংখ্য খনি শ্রমিক নিহত হয়েছে এমন বিভিন্ন দুর্ঘটনা এবং বিস্ফোরণের ঘটনায়।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন