চীনের উন্নয়ন দর্শনে শুরু করা ‘চায়না-ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরাম অন ডেভেলপমেন্ট কো-অপারেশন’-সিআইওআরএফডিসি এর পরবর্তী সম্মেলন আয়োজন করতে ও এটিকে একটি প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করাতে বেশ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে। তাহলে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম এসোসিয়েশনের কী হবে। এমন আশঙ্কা মনে জাগাটায় স্বাভাবিক। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন ধরনের তথ্য বা মন্তব্য কোথাও থেকে পাওয়া যায়নি।
চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত ২১ নভেম্বর উন্নয়ন সহযোগিতার বিষয়ে চীন-ভারত মহাসাগর অঞ্চল ফোরামের যৌথ প্রেস বিবৃতিতে বলা হয়, উন্নয়ন সহযোগিতার জন্য চীন-ভারত মহাসাগর অঞ্চল ফোরামের আয়োজন করার জন্য সমস্ত দল চীনকে ধন্যবাদ জানায়। বিশ্বব্যাপী উন্নয়নের প্রচারে গ্লে-াবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) এর ইতিবাচক ভূমিকা এবং এই ফোরামের প্রত্যাশিত প্রাতিষ্ঠানিক হোল্ডিংয়ের কথা উচ্চারণ করে। কয়েকটি দেশ পরবর্তী চীন-ভারত মহাসাগর অঞ্চল ফোরাম আয়োজনের জন্য তাদের প্রস্তুতি ব্যক্ত করেছে।
ভারত মহাসাগরটি মূলত এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা মহাদেশের ৪২টি দেশ রয়েছে। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। পৃথিবীর মোট জলভাগের ২০ শতাংশ এই মহাসাগর অধিকার করে আছে। এই মহাসাগরের উত্তর সীমায় রয়েছে ভারতীয় উপমহাদেশ; পশ্চিমে রয়েছে পূর্ব আফ্রিকা; পূর্বে রয়েছে ইন্দোচীন, সুন্দা দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়া; এবং দক্ষিণে রয়েছে দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিকা। সম্ভবত ১৫১৫ সাল থেকে ভারত মহাসাগরের নামকরণ করা হয়েছে ভারত নাম থেকে (ওশেনাস ওরিয়েন্টালস ইনডিকাস)। ভারত, তখন, ‘সিন্ধু নদীর অঞ্চল’ এর গ্রীক / রোমান নাম।
প্রাচীন ভারতীয়রা একে সিন্ধু মহাসাগর বা সিন্ধুর বিশাল সমুদ্র বলে ডাকত, এই মহাসাগরকে বিভিন্ন ভাষায় হিন্দু মহাসাগর, ভারতীয় মহাসাগর ইত্যাদি বলা হত। আগে ভারত মহাসাগর ‘পূর্ব মহাসাগর’ নামেও পরিচিত ছিল, ১৮শ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই শব্দটি ব্যবহৃত হত। বিপরীতভাবে, যখন ১৫শ শতাব্দীতে চীন ভারত মহাসাগরে অন্বেষণ করছিল, তারা এটিকে ‘পশ্চিম মহাসাগর’ বলে অভিহিত করেছিল। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন একটি আন্ত-সরকারি সংস্থা যা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার প্রয়াত রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার ভারত সফরের সময় আইওআরএর দৃষ্টিভঙ্গির উদ্ভব হয়েছিল। তিনি বলেছিলেন, ‘ইতিহাস ও ভূগোলের তথ্যগুলোর প্রাকৃতিক তাগিদকে সামাজিক-অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি ভারত মহাসাগরের রিমের ধারণাকে অন্তর্ভুক্ত করার জন্য নিজেকে বিস্তৃত করা উচিত…। এই অনুভূতি এবং যৌক্তিকতাটি ১৯৯৫ সালের মার্চ মাসে ভারত মহাসাগর রিম উদ্যোগকে ভিত্তি করে তোলে এবং এর দু’বছর পরে ১৯৯৭ সালের মার্চ মাসে ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশন (তৎকালীন ভারত মহাসাগর আঞ্চলিক সহযোগিতার রিম সমিতি নামে পরিচিত) তৈরি করা হয়।
বিশ্বের বৃহত্তম কনটেইনার জাহাজের অর্ধেক বহনকারী প্রধান সমুদ্র-লেন এটি দিয়ে। বিশ্বের বাল্ক কার্গো ট্র্যাফিকের এক তৃতীয়াংশ এবং বিশ্বের তেলের চালানের দুই তৃতীয়াংশ তথা আন্তর্জাতিক বাণিজ্য এবং পরিবহন করা হয় ভারত মহাসাগরে। আর প্রায় ২ দশমিক ৭ বিলিয়ন লোকের বাসস্থান।
এশিয়া মহাদেশের দেশগুলো হলো-জর্দান, সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, ইরান, পাকিস্তান, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইসরায়েল, ইন্দোনেশিয়া, কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ, পূর্ব তিমুর। আফ্রিকা মহাদেশের দেশগুলো হলো- মিশর, দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, মাদাগাস্কার, ফরাসি দক্ষিণ এবং অ্যান্টার্কটিক ভূমি, ফ্রান্স (মায়োত ও রেউনিওঁ), মরিশাস, কোমোরোস, তানজানিয়া, সেশেল, কেনিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, জিবুতি, ইরিত্রিয়া, সুদান, মিশর, অস্ট্রেলিয়া।
আনন্দবাজার/শহক