ঢাকা | বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কিছুটা স্বস্তি ফিরেছে শেয়ারবাজারে

প্রায় কয়েক সপ্তাহ পতনের ধারা অব্যাহত থাকার পর ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। গেল সপ্তাহে মূল্যসূচকের সাথে লেনদেনের পরিমাণও তুলনামূলকভাবে বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। টানা ৪ সপ্তাহ পতনের পর কিছুটা স্বস্তি ফিরেছে শেয়ারবাজারে।

গেল সপ্তাহে চার কার্যদিবসেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রতিদিনই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। তবে বড় মূলধনের বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এতে কমেছে ডিএসইর বাছাই করা সূচক।

প্রধান মূল্যসূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার কারণে ডিএসইতে বেড়েছে বাজার মূলধনের পরিমাণ। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৮১১ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৩৮ হাজার ৪৯৩ কোটি টাকা।

অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩১৮ কোটি টাকা। অবশ্য এর আগে টানা চার সপ্তাহের পতনে ডিএসইর বাজার মূলধন প্রায় ২০ হাজার কোটি টাকা কমে।

দুই হাজার কোটি টাকার ওপরে বাজার মূলধন বাড়ার এই সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৬টির। আর ৩৮টির দাম অপরিবর্তিত।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন