ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারো আগুন ধরেছে জ্বালানি তেলের দামে

আবারও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে এ দাম দ্বিগুণ বেড়েছে। এশিয়ার বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হয় ৬৮ দশমিক এক ছয় ডলারে।

যা আগের বছরের তুলনায় সর্বোচ্চ। বছরের ব্যবধানেও বেড়েছে এই পণ্যের দাম। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান অয়েল প্রাইজ জানায়, দিনের ব্যবধানে প্রায় সব ধরনের তেলের দামই ২ শতাংশের বেশি হারে বেড়েছে। এর জন্য ইরানে মার্কিন বিমান হামলাকে দোষারোপ করছেন বাজার বিশ্লেষকরা।

তবে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক জানিয়েছে, বছরের শুরুতেই উৎপাদন ও রপ্তানি কমানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ায় জ্বালানি তেলের দাম বেড়েছে।

সৌদি আরব ও রাশিয়ার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১ জানুয়ারি থেকে এ পণ্যের দৈনিক উৎপাদন ১৭ লাখ ব্যারেল পর্যন্ত কমিয়েছে ওপেক।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন