ঢাকা | বৃহস্পতিবার
১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এক মাসে ৩০০ কৃষকের আত্মহত্যা

অসময়ে বৃষ্টি হওয়ায় ভারতের মহারাষ্ট্রে খারিপ মৌসুমের ৭০ শতাংশ ফসল ক্ষেতেই নষ্ট হয়ে গেছে। এ কারণে দেশটির পশ্চিম-মধ্যাঞ্চলীয় এ রাজ্যে মাথায় হাত পড়েছে কৃষকদের। আর্থিক লোকসানের পাশাপাশি কৃষকদের ঋণ পরিশোধ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

লোকসান ও অনিশ্চয়তার বোঝা মাথায় নিয়ে অনেক কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। দেশটির সরকারি তথ্যানুযায়ী, ২০১৯ সালের নভেম্বরেই এ রাজ্যে আত্মহত্যা করেছেন ৩০০ কৃষক। আর বিদায়ী বছরের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) এ সংখ্যা ২ হাজার ৫০০ ছাড়িয়েছে।

সরকারি তথ্যানুযায়ী, ২০১৯ সালের অক্টোবরে ভারতের মহারাষ্ট্র রাজ্যে ১৮৬ জন কৃষক আত্মহত্যা করেছিলেন। নভেম্বরে এ সংখ্যা ৩০০ ছুঁয়েছে। গত বছরের প্রথম ১১ মাসে এ রাজ্যে আত্মহত্যা করেছেন ২ হাজার ৫৩২ জন কৃষক। ২০১৮ সালের একই সময়ে মহারাষ্ট্রে ২ হাজার ৫১৮ কৃষক আত্মহত্যা করেছিলেন।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন