ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএফআই সিকিউরিটিজের লেনদেন স্থগিত হয়নি

পিএফআই সিকিউরিটিজের লেনদেন স্থগিত হয়নি

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন স্থগিত করা হয়নি। তাই সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সিকিউরিটিজটির লেনদেন স্থগিত করে দিয়েছে বলে গনমাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে তা অসত্য। এবং বানোয়াট।

সিকিউরিটিজটির লেনদেন এ প্রসঙ্গে ডিএসইর এক কর্মকর্তা মুঠোফোনে দৈনিক আনন্দবাজারকে বলেন, পিএফআই সিকিউরিটিজের লেনদেন চলতি সপ্তাহের রবিবার থেকে বন্ধ থাকবে। সিডিবিএল গত বৃহস্পতিবার এই ঘোষনাটি দিয়েছিল। কিছু কারন দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। কিন্তু ওইদিনের শেষ বেলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওইসব শর্ত পূরন করায় পিএফআই সিকিউরিটিজের লেনদেন বন্ধ ঘোষনাটি প্রত্যাহার করে নেন। ফলে গত রবিবার থেকে লেনদেন বন্ধ হয়নি। লেনদেন চালু ছিল।

একই প্রসঙ্গে সিডিবিএলের এক কর্মকর্তা বলেন, সমন্বিত গ্রাহক অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ ডিপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি জমা দিতে ব্যর্থতা হয়েছিল পিএফআই সিকিউরিটিজ। এর ফলে সিডিবিএল সিকিউরিটিজটির স্বাভাবিক লেনদেন স্থগিত করার ঘোষনা দেয়। যা গত রবিবার থেকে বহাল থাকার কথা ছিল। আরো বলেন, সিকিউরিটিজ বিএসইসির থেকে সমন্বিত গ্রাহক অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স এবং ডিপি সার্টিফিকেট নবায়ন ফি জমা দেওয়ার পর ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিলেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে। কিন্তু এর আগেই কোম্পানি যাবতীয় ফি জমা দেওয়ায় লেনদেন স্থগিত করা হয়নি।

সিকিউরিটিজটির বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়ে কোম্পানিটির এসিস্ট্যান্ট ভাইন্স প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান বলেন, পিএফআই সিকিউরিটিজের লেনদেন বন্ধ হয়নি। একটি ইংরেজি দৈনিক পত্রিকা ও একটি নিউজপোর্টালে এজাতীয় নিউজ প্রকাশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা। ভিত্তিহীন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন