পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় গ্যাসোলিন (পেট্রোল) ট্যাঙ্কার বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে এ মৃত্যুর ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর: এপি
শুক্রবার উত্তর-মধ্য নাইজেরিয়ায় একটি পেট্রোল ট্যাঙ্কার বিধ্বস্ত এবং এরপর বিস্ফোরণের ঘটনায় এ হতাহতের খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ জানিয়েছে।
পুলিশের মুখপাত্র এপি’কে বলেন, বৃহস্পতিবার রাতে কোগি প্রদেশের ওফু কাউন্সিল এলাকায় একটি প্রধান সড়কে ট্যাঙ্কারটির ব্রেকে ত্রুটি দেখা দেয় এবং হাইওয়েতে একটি গাড়ির সঙ্গে একপর্যায়ে ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়। এতে সেখানে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়।
এ দুর্ঘটনার পর রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সড়ক নিরাপত্তা কর্মীরা ক্ষতিগ্রস্তদের শনাক্ত করার জন্য কাজ করছেন বলে কাজিম জানিয়েছেন।
দেশটির প্রায় বেশিরভাগ প্রধান সড়কে এই ধরনের দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাড়িয়েছে। দুর্ঘটনা রোধ করার জন্য ইতিমধ্যে নতুন ব্যবস্থা চালু করেছে নাইজেরিয়া। সেপ্টেম্বরে এমন আরেক দুর্ঘটনায় কোগিতে ১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।
আনন্দবাজার/কআ