শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থ পাচার রোধে সমঝোতা স্মারকে সই

অর্থ পাচার রোধের জন্য একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এই সমঝোতা স্বারক সই হয়। বিএসইসির পক্ষে নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরী এবং বিএফআইইউর পক্ষে মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড মো. জাকির হোসেন চৌধুরী স্মারকে সই করেন।

আগে অর্থ পাচার রোধে সিকিউরিটিজ হাউজ থেকে তথ্য সংগ্রহ করত বিএফআইইউ। সমঝোতার ফলে বিএফআইইউকে এখন থেকে তথ্য সংগ্রহ করবে বিএসইসি।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন, বিএফআইইউয়ের প্রধান আবু হেনা মোহা. রাজী হাসানসহ বিএসইসি ও বিএফআইইউয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  বাইরে চকচকে ভেতরে পচা ঘি : ৩ লাখ জরিমানা

সংবাদটি শেয়ার করুন