ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভিক্টোরিয়া হ্রদে ৪৯ যাত্রী নিয়ে আছড়ে পড়ল উড়োজাহাজ

ভিক্টোরিয়া হ্রদে ৪৯ যাত্রী নিয়ে আছড়ে পড়ল উড়োজাহাজ

ভিক্টোরিয়া হ্রদে ৪৯ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তানজানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবার কাছাকাছি এলাকায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সুপেয় পানির আধার ক্ষ্যত ভিক্টোরিয়া হ্রদে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

স্থানীয় গণমাধ্যম বলছে, ওই ফ্লাইটে ৪৯ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়নি। উদ্ধারকর্মী ও স্থানীয় জেলেরা ঘটনাস্থলে জীবিতদের সন্ধানে কাজ করছেন।

এ ঘটনায় উড়োজাহাজটি প্রায় ডুবে গেছে। শুধু এর লেজ ও পাখনা দেখা যাচ্ছে। উদ্ধারকর্মী ও জেলেরা নৌকা নিয়ে সেটি ঘিরে রেখেছেন।

তানজানিয়ার সবচেয়ে বড় শহর দাস এস সালাম থেকে বুকোবা হয়ে মওয়ানজা যাচ্ছিল উড়োজাহাজটি। বুকোবা বিমানবন্দরের রানওয়ের পাশে আফ্রিকার বৃহত্তম এ হ্রদ অবস্থিত। আকাশে ভারী বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে বলে জানা গেছে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন