ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কমিউনিটিজ ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

কমিউনিটিজ ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

এবার কমিউনিটিজ নামে বিশ্বব্যাপী একটি ফিচার চালু করলো হোয়াটসঅ্যাপ। অনেক বড় পরিসরে বিভিন্ন চ্যাট গ্রুপকে সমন্বয় করা, অন্যান্য ফিচার যেমন- বড় পরিসরে ভিডিও কল এবং ইন চ্যাট পোল ইত্যাদি কাজও করা যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

এ ফিচারটির মাধ্যমে বিভিন্ন চ্যাট গ্রুপকে একটি বড় ছাতার নিচে এনে গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটর হাজারো ব্যবহারকারীকে একসঙ্গে কোনও এলার্ট পাঠাতে পারবে। ফিচারগুলো সাধারণত স্কুল বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হবে।

একটি বিবৃতি অনুযায়ী, এতদিন যেখানে ২৫৬ জনের সীমাবদ্ধতা ছিল। সেখানে এখন একটি গ্রুপে একসঙ্গে ১০২৪ জনকে যুক্ত করা যাবে। খবর: রয়টার্স

হোয়াটসঅ্যাপের অভিভাবক মেটার তথ্যমতে এর মাধ্যমে এখন বড় বড় গ্রুপের সদস্যরা হোয়াটসঅ্যাপে এ পরসিরে যুক্ত থেকে নিজেদের মধ্যে যোগাযোগ সমন্বয় করার প্রয়োজনীয় সুবিধা পাবেন। যদিও হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম এবং ডিসকর্ডেও হাজারের ওপরে সদস্য নিয়ে গ্রুপ করা যায়।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন