ঢাকা | শুক্রবার
২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাথা নত করে ক্ষমা চাইলেন পুলিশ প্রধান

মাথা নত করে ক্ষমা চাইলেন পুলিশ প্রধান

দক্ষিণ কোরিয়ায় হ্যালোউইন উৎসবে পদদলনে ১৫৬ জনের প্রাণহানির ঘটনায় মাথা নত করে ক্ষমা চেয়েছেন দেশটির পুলিশ প্রধান ইয়ুন-হে-কিওন।

মঙ্গলবার (১নভেম্বর) সাংবাদিকদের সামনে মাথা নত করে ক্ষমা চান দেশটির পুলিশ প্রধান। দুর্ঘটনার কারণ জানতে ৪৭৫ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।

ইয়ুন-হে-কিওন বলেন, তার ‘গভীর দায়’ অনুভব হচ্ছে। শনিবার রাতের ওই আয়োজনে দর্শক নিয়ন্ত্রণ ব্যবস্থা ‘অপ্রতুল’ ছিল বলেও জানান তিনি। তিনি নিশ্চিত করেন দুর্ঘটনার আগে জরুরি হটলাইনে বেশ কয়েকবার ফোন এসেছিল।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশদের ব্যবস্থাপনা পর্যাপ্ত ছিল না বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন তিনি। এই অবস্থায় পদত্যাগ করবেন কিনা, প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনও উত্তর দেননি বলে জানিয়েছে দৈনিক কোরিয়া জুংআং।

রাজধানী সিউলের ইটেওয়ান এলাকা পার্টি করার জন্য পরিচিত। সেখানেই শনিবার রাতে হ্যালোউইন উৎসবের আয়োজন করা হয়। ইটেওয়ানের ব্যবসায়ীরা বলছেন, উৎসবের আগে তারা স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

উৎসবের নিরাপত্তা নিশ্চিতের পরিবর্তে পুলিশ মাদক ও যৌনবিষয়ক অপরাধ এবং কোভিড নিয়ে বেশি মনোযোগী ছিল বলে অভিযোগ তাদের। প্রায় এক লাখ অংশগ্রহণকারীর উৎসবে মাত্র ১৩৭ জন পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছিল।

পুলিশ কর্মকর্তা ওহ সেউং-জিন সোমবার স্বীকার করেন, কোনও নির্দিষ্ট আয়োজক নেই, এমন কোনও আয়োজনে অনেক দর্শক হলে তা কীভাবে সামলাতে হবে, সে ব্যাপারে কোনো ম্যানুয়াল কর্তৃপক্ষের কাছে ছিল না আর সেই রাতে অন্যান্য অপরাধ দমনে বেশি মনোযোগী ছিল পুলিশ।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন