ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০১৯ সালের সবচেয়ে জনপ্রিয় ১০টি মোবাইল সেট

২০১৯ সালে মোবাইল ফোনের জগতে অনেকগুলো সেট এসেছিল বাজারে। তার মধ্যে এনডিটিভি’র মতে সবচেয়ে জনপ্রিয় হওয়া ১০টি সেটের তথ্য নিয়ে এই আয়োজন।

১০.  ভিভো ১৫প্রো

২০১৯ সালে জনপ্রিয় হওয়া সেটগুলোর মধ্যে ১০ নম্বরে রয়েছে ভিভো ১৫প্রো। এই সেটে রয়েছে পপআপ ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ট্রিপল ক্যামেরা সেটআপ। এই সেটে আরো রয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ এসওসি, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি মেমোরি।সাথে আছে সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল পপআপ ক্যামেরা।

৯. স্যামসাং গ্যালাক্সি এম১০

চাইনিজ স্মার্টফোনগুলোর সাথে প্রতিযোগিতার জন্য স্যামসাং বাজারে এনেছিল এম সিরিজের ফোন।এম সিরিজের ফোনগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে এম ১০ সেটটি। এতে রয়েছে ৬.২২ ইন্চি এইচডি স্ক্রিন এবং এন্ড্রয়েড ওরিও। এটি সবচেয়ে নজর কেড়েছে দামের জন্য।

৮. রেডমি নোট ৮ প্রো

বছরের শেষে বাজারে এসেও এই তালিকা্য় জায়গা করে নিয়েছে রেডমি নোট ৮ প্রো।মিডিযাটেক হেলিও জি৯০টি সহ তৈরি এই ফোনটি মূলত গেমিং এর জন্য।এই ফোনের নামনে ও পিছনে রয়েছে গরিলা ৫ গ্লাস।এছাড়াও রয়েছে ৬ জিবি রম এবং ১২৮ জিবি পর্য্ন্ত স্টোরেজ।

৭. ওয়ান প্লাস ৬টি

ওয়ান প্লাস ৬টি বাজারে এসেছিল ২০১৮ সালের অক্টোবরে।অন্যান্য ওয়ান প্লাস ডিভাইসের মত এতেও রয়েছে শক্তিশালী হার্ড্ওয়ার এবং ভাল বিল্ড কোয়ালিটি। এই সেটে রয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ এসওসি আর ২৫৬ জিবি পর্যন্ত মেমোরি।

৬. রেডমি ৬ প্রো

রেডমি ৬ প্রো বাজারে এসেছিল রেডমি ৬ এবং রেডমি ৬এ এর সাথে। এটি রেডমির প্রথম সেট যেখানে নচ ব্যবহার করা হয়েছে। রেডমি নোট সিরিজের বাইরে ৬ প্রো প্রথম সেট যেখানে প্রো মনিকার ব্যবহার করা হয়েছে। রেডমি ৬ প্রোতে রয়েছে ফুল এইচডি স্ক্রিন এটিকে পাওয়ার দিবে ৬২৫ এসওসি।

৫. স্যামসাং গ্যালাক্সি এ৫০

গ্যালাক্সি এ সিরিজের এই ফোনটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এর ডিজাইনের জন্য। এতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পিছনে রয়েছে ট্রিপল ক্যমেরা।এই ফোনকে পাওয়ার দিবে ৯৬১০ এসওসি।এই সেটটি ৪ জিবি ও ৬ জিবি দুই ধরনের ভ্যারিয়ান্সে এসেছে সাথে রয়েছে ৬৪ জিবি মেমোরি। ট্রিপল ক্যামেরাতে রয়েছে ২৫ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই সেটের ব্যাটারি পারফর্মেন্সনও ভাল।

৪. রেডমি নোট ৫ প্রো

রেডমি নোট ৫ প্রো এই লিস্টের সবচেয়ে পুরনো স্মার্টফোন যা বাজারে এসেছিল ২০১৮ এর ফেব্রুয়ারিতে।এটি ২০১৮ সালের সবচেয়ে জনপ্রিয় ফোন ছিল। ২০১৯ সালেও এটি জনপ্রিয় মোবাইলের তালিকায় রয়েছে।রেডমি নোট ৫ প্রো ছিল অলরাউন্ডার সেট।

৩.  ভিভো জেড ওয়ান প্রো

ভিভো জেড ওয়ান প্রো ছিল ভিভোর জেড সিরিজের ফোন। এই সেটের জনপ্রিয়তার মূল কারণ এর অসাধারণ ব্যাটারি পারফরমেন্স ও ভাল ক্যামেরা কোয়ালিটি।

২. রেডমি নোট ৭

সুলভ দাম এবং অসাধারণ পারফরমেন্সের জন্য  রেডমি নোট ৭ সিরিজের ফোনগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গেল বছর।এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬০এসওসি ও ৪০০০ মেগাহার্টজ ব্যাটারি।এর মূল আকর্ষণ ছিল ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

১.  রেডমি নোট ৭ প্রো

২০১৯ সালজুড়ে জনপ্রিয়তার শীর্ষে ছিল রেডমি নোট ৭ প্রো।এর অসাধারণ ডিজাইন, দাম, ক্যামেরা সব মিলিয়ে গ্রাহকদের মধ্যে তুমুল সাড়া জাগিয়েছে এই সেটটি। এই ফোনের অসধারণ ক্যামেরা  পারফরমেন্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি একে জনপ্রিয়তা এনে দিয়েছে।

 আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন