ঢাকা | মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পা হারাচ্ছেন গায়ক আকবর

পা হারাচ্ছেন গায়ক আকবর

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে কণ্ঠশিল্পী আকবরের ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

আকবরের স্ত্রী কানিজ ফাতেমা রোববার (১৬ অক্টোবর) বিকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত এই সংগীতশিল্পী তিনি।দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কানিজ ফাতেমা বলেন, ‘চিকিৎসকেরা বলেছেন, পা কেটেই ফেলতে হবে। তারপরও যদি পা বাঁচানো যায়, সেই চেষ্টা করবেন তারা। তাকে এখন অস্ত্রোপচারের কক্ষে নেওয়া হচ্ছে। সবার কাছে দোয়া চাইছি।’

আকবরের কিডনি দুটি নষ্ট হয়ে যাওয়াতে শরীরে পানি জমে গেছে। যার ফলে তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এক দশক ধরে ডায়াবেটিসে ভুগতে থাকা আকবর এর মধ্যে কিডনিরোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা করিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

সবার কাছে তিনি আকবর নামে পরিচিত। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি তাকে দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। অসুস্থ্য আকবরের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন