ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সালমান ভক্তদের অপেক্ষার প্রহর বাড়ল

সালমান ভক্তদের অপেক্ষার প্রহর বাড়ল

বলিউড সুপারস্টার সালমান খানকে এবছর দেখা যাচ্ছেনা! ভক্তদের অপেক্ষার প্রহর আগামী ঈদ পর্যন্ত বেড়ে গেলো। কারণ, এ বছর কোনো সিনেমাই মুক্তি পাচ্ছে না বলিউড ভাইজানের।

চলতি বছর ৩০ ডিসেম্বর ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে গেল ২০২৩ সালের ঈদ পর্যন্ত।

তবে, শোনা যাচ্ছে আগামী বছর ডাবল ধামাকা নিয়ে হাজির হবেন সালমান। ২০২৩ –এর ঈদ ও দিওয়ালি তে মুক্তি পাবে তার বিগ বাজেটের দুই সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ ও ‘টাইগার ৩’।

প্রতিবছর ঈদে সালমান নিয়ে এসেছেন নতুন সিনেমা। ২০০৯ সাল ‘ওয়ান্টেড’ দিয়ে শুরু। ঈদ এলেই তিনি আসবেন এ যেন অলিখিত নিয়মে রূপ নিয়েছিল।

করোনা মহামারির কারণে এর ব্যত্যয় ঘটে। যদিও ২০২০ সালের ঈদে ‘রাধে’ প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও আসেনি। পরের বছর সেটি ওটিটি প্ল্যাটফর্মে আসে।

শনিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই সালমান টুইটার হ্যান্ডেলে লেখেন, “এবার, ২০২৩-এর দিওয়ালিতে আসবে ‘টাইগার ৩’। ঈদে আসবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। চলো, সিনেমা দুটির সঙ্গে ঈদ ও দিওয়ালি উপভোগ করি।’

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার ৩’ সিনেমাতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এতে গুপ্তচর ‘পাঠান’ চরিত্রে ক্যামিও করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভিলেন চরিত্রে থাকবেন ইমরান হাশমি।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন