ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দাউদকান্দিতে বিনিয়োগে করবে চীনা কোম্পানি

দাউদকান্দিতে বিনিয়োগে করবে চীনা কোম্পানি

কুমিল্লার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলীর আহ্বানে দাউদকান্দিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনা কোম্পানি। ইতিমধ্যেই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি উপজেলায় ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্থাপনের লক্ষে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্নধার মি. জিয়াং তোনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জমি পরিদর্শন করে।

জমি পরিদর্শন শেষে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্নধার মি. জিয়াং তোন সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, এখানে ব্যবসার অনেক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ-চীন দুই দেশ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ । দুই দেশের মধ্যে সম্পর্ক ও বন্ধুত্ব দিনে দিনে আরো গভীর হচ্ছে। আগামী দিনে এ সম্পর্ক আরো গভীর হবে বলে প্রত্যাশা করেন তিনি।

মি. জিয়াং তোন আরও বলেন, আমি বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। বাংলাদেশে ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্থাপনের জন্য সুন্দর একটি ব্যবসায়িক পজিশন খুঁজছি। কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের আহবানে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি উপজেলায় কয়েকটি জমি পরিদর্শন করেছি, শিপিং এর মাধ্যমে পণ্য চট্টগ্রাম হয়ে দাউদকান্দি ও পরে ঢাকায় পৌঁছানো অনেক সহজ হবে। এজন্য আমরা দাউদকান্দিতেই ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্থাপনের জন্য পছন্দ করেছি।

সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমাদের দাউদকান্দির ফ্যাক্টরি থেকে উৎপাদন কার্যক্রম শুরু হবে। মি. জিয়াং তোন আরো জানান, দাউদকান্দিতে উৎপাদন কার্যক্রম শুরু হলে প্রায় এক হাজার লোক এখানে কর্মসংস্থানের সুযোগ পাবে।

সংবাদটি শেয়ার করুন