নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ শিকার করার অপরাধে ২৯ জেলেকে আটক করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস এবং নৌ-পুলিশের শুক্রবার (১৪ অক্টোবর) রাত থেকে শনিবার (১৫ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।
এসময় অভিযানে উদ্ধারকৃত ১৭ হাজার মিটার কারেন্ট জাল, ৩৫ কেজি মা ইলিশ ও পাঁচটি ট্রলার জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন জানান, তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৭ জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। একইসাথে তিন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
জামাল হোসেন আরো জানান, এসময় চারটি ট্রলার, ১৫ কেজি মা ইলিশ ও ৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করে মাছ অসহায়দের মাঝে বিতরণ ও ট্রলার নিলামে বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি।
ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন জানান, সকালে সদরের মেঘনা নদীর ভোলারচর নামক স্থান থেকে ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করা হয়েছে। এসময় ১০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ ও একটি ট্রলার জব্দ করা হয়।
ওসি আখতার হোসেন জানান, জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সরকারীভাবে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
আনন্দবাজার/কআ