ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আগের সিনেমায় গালি তবে এবার পাবো তালি: মিম

আগের সিনেমায় গালি তবে এবার পাবো তালি মিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দারুণ ছন্দে রয়েছেন। সম্প্রতি অভিনীত ‘পরাণ’ এখনো দর্শকদের পছন্দে হলে হলে দাপিয়ে চলছে। সিনেমায় ‘অনন্যা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন মিম।

আগামী ২৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত আরেকটি সিনেমা ‘দামাল’। রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমার হাসনা চরিত্রের জন্য এবার দর্শক তাকে তালি দেবেন বলে জানিয়েছেন এই তারকা।

মিম আরো বলেন, ‘পরাণ’ সিনেমায় অনন্যা চরিত্রে অভিনয় করে দর্শকদের অনেক গালি খেয়েছি। তারা সিনেমা দেখতে দেখতে আমাকে গালি দিয়েছেন, শুনেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি, আমি এমন কেন করলাম তা নিয়ে মন্তব্য করেছে। যারা আমাকে গালি দিয়েছেন তারা এবার ‘দামাল’ সিনেমার ‘হাসনা’র জন্য তালি দেবে বলে আমার ধারণা।

‘দামাল’ নিয়ে বলতে গিয়ে বলেন, আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি। যুদ্ধের সময়কার ফুটবল খেলাও দেখিনি। কিন্তু সেই সময়ের একটি গল্পে কাজ করতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যখন এই সিনেমার শুটিং করেছি, তখন মনে হতো, আসলেই যুদ্ধ হচ্ছে। সেই সময়টাতেই আছি। খেলা ছাড়াও এই সিনেমায় অনেক কিছু আছে। আপনারা সেটা হলে গেলেই বুঝতে পারবেন।

রাজের সঙ্গে অভিনয় বলতে গিয়ে বলেন, এই সিনেমায়ও আমি রাজের সঙ্গেই অভিনয় করেছি। তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ‘পরাণ’ থেকেই ভালো। চরিত্রের জন্য অনেক পরিশ্রম করেন, চরিত্র হয়ে উঠতে চান। এই সিনেমাতেও আমাদের অভিনয় দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস।

পরাণ সিনেমার সফলতার পর অনেক অনেক সিনেমার প্রস্তাব আসে বলে জানান মিম। কিন্তু সিনেমার গল্প ও চরিত্র পছন্দ হয়নি সেসব সিনেমার। তিনি বলেন, বছরে একটা সিনেমা করলেও ভালো গল্প ও ভালো চরিত্রে অভিনয় করতে চাই।

সর্বশেষ, দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’ সিনেমার শুটিং শেষ করেছি। কিছুদিনের মধ্যেই ডাবিং করবো। তারপর মুক্তির প্রক্রিয়া শুরু হবে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন