ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রিটার্ন দাখিলে রেকর্ড

রিটার্ন দাখিলে রেকর্ড

এনবিআরের কড়াকড়িতে ব্যাপক সাড়া

সরকারি-বেসরকারি সব সংস্থার সেবা পেতে আয়কর বিবরণী দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঘোষণার ফলে আয়কর রিটার্ন দাখিলে ব্যাপক সাড়া মিলেছে। এরই ধারায় চলতি অর্থবছরের (২০২২-২০২৩) প্রথম তিন মাসে (জুলাই থেকে সেপ্টেম্বর) ৩ লাখ ৩৩ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।

এনবিআরের তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৩ লাখ ৩৩ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। যেখানে একই সময়ে (জুলাই থেকে সেপ্টেম্বর) গত অর্থবছরে (২০২১-২০২২) করদাতারা এক লাখ আয়কর রিটার্ন দাখিল করেছিল। গত অর্থবছরে ২৪ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছিল। তবে এবারে বা চলতি অর্থবছর ৪০ ধরনের সেবায় রিটার্ন দাখিল শুধু বাধ্যতামূলকই নয়, আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়।

এনবিআর কর্মকর্তাদের ধারণা চলতি ২০২২-২৩ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে নিবন্ধিত ই-টিআইএন সংখ্যা ৭৯ লাখ। অনেক কারণেই ব্যক্তিকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়। চলতি অর্থবছর থেকে শুধু রিটার্ন দাখিল করলেই হবে না। সরকারি সেবা পেতেও রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে।

এদিকে, সাধারণত কোনো ব্যক্তি-করদাতার আয় যদি অর্থবছরে ৩ লাখ টাকার বেশি হয় তবে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। একই সঙ্গে তৃতীয় লিঙ্গের ব্যক্তি, নারী ও ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতার আয় যদি বছরে সাড়ে তিন লাখ টাকার বেশি হয় তাদেরও রিটার্ন দাখিল বাধ্যতামূলক। পাশাপাশি গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৪ লাখ ৭৫ হাজার টাকার বেশি হয় এবং প্রতিবন্ধী করদাতার আয় সাড়ে ৪ লাখ ৫০ হাজার টাকার বেশি হলে তার রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

সংবাদটি শেয়ার করুন