ঢাকা | শুক্রবার
২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রদীপ বিশ্বাসের কচুরিপানা কাটার যন্ত্রে ব্যাপক সাড়া

প্রদীপ বিশ্বাসের কচুরিপানা কাটার যন্ত্রে ব্যাপক সাড়া

কচুরিপানা কাটার যন্ত্র তৈরি করেছেন, গ্রাম্য মিস্ত্রী প্রদীপ বিশ্বাস। তার লক্ষ্য যশোর খুলনাবাসীর দু:খ ভবদহকে কচুরিপানা মুক্ত করে ফসল ফলানোর উপযোগী করা। এ উদ্দেশ্যে তিনি কয়েক বছর ধরে চিন্তা ভাবনা ও গবেষণা করছেন। সর্বশেষ চলতি বছরের গেল মাসে তৈরি করলেন এ ধরণের একটি যন্ত্র।

যশোর জেলার অভয়নগর ও মনিরামপুর সীমান্তবর্তী সুন্দলী বাজার সংলগ্ন কুচলিয়ায় ওয়ার্কশপে তিনি যে উভচর যন্ত্র তৈরি করেছেন, তা ডাঙ্গায় চাকার উপর ভর করে দূর দূরান্তে পিকআপের মত চলাচল করতে পারে। আবার জলে ভেসে কচুরিপানা কাটতে পারে। ডিজেল চালিত এ যন্ত্রটির  কচুরিপানা কাটার সক্ষমতা রয়েছে ঘণ্টায় তিন থেকে চার বিঘা। কচুরিপানা গরুর খাবার হিসাবে, পানির সঙ্গে মিশিয়ে দিয়ে মাছের খাবার হিসাবে ব্যবহারযোগ্য। আবার ডাঙা জমিতে উঠিয়ে সার হিসাবে ব্যবহার উপযোগি। তবে, বিলে বছরের পর বছর জমে থাকলে তা ফসল উৎপাদনের অন্যতম বাঁধা। প্রদীপ বিশ্বাস পরীক্ষামূলকভাবে কাজ করেছেন। এ যন্ত্র পানিতে চালিয়ে/ভাসিয়ে এবং কচুরিপানা কেটে সাফল্য দেখিয়েছেন। এটাকে আরও একটু আপগ্রেডের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ২ লাখ টাকার উপর ব্যয় হয়েছে যন্ত্রটি তৈরি করতে। আরও কিছু টাকা হলে এ যন্ত্রকে আরও আধুনিকায়ন করা সম্ভব হবে। তখন এটি ঘণ্টায় ১৫ থেকে ১৬ বিঘা কচুরিপানা কাটতে সক্ষম হবে। প্রদীপ বিশ্বাস বলেন, কচুরিপানায় পরিপূর্ণ বিল ও খাল। এখানে হাজার হাজার শ্রমিক লাগিয়ে বহু অর্থ ব্যয় করে কচুরিপানা কাটা অসম্ভব। তবে, যন্ত্রটি পুরোপুরি আধুনিক করা গেলে  ভাড়া খাটিয়ে অর্থ উপার্জন করবো। বিল ও ঘেরকে  ফসল উৎপাদনের উপযোগি করবো।

কুচলিয়া পি কে বি কৃষি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এর সত্ত্বাধিকারী প্রদীপ বিশ্বাস এ ব্যাপারে অনেক আশাবাদী। তিনি স্থানীয় কৃষক ও কৃষির উপযোগি আরও অনেক যন্ত্র তৈরি করেছেন। যার ফলে কম ব্যয়ে কৃষকরা ভালো মানের যন্ত্রপাতি কিনতে ও ব্যবহার করতে পারছেন। এগুলো অন্য জেলায়ও বেশ কদরে বিক্রি হয়। বর্তমানে অর্থনৈতিকভাবে লাভবান তিনি। দারিদ্র্যতার কাছে হার মেনেছে। প্রদীপ বিশ্বাস ভবদহের ফসল উৎপাদনের প্রধান বাঁধা কচুরিপানা কাটার যন্ত্র বাণিজ্যিকভাবে তৈরি করতে আগ্রহী। এ জন্য স্থানীয় ও জাতীয়ভাবে পৃষ্ঠপোষকতা দরকার।

সংবাদটি শেয়ার করুন