ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

থামছে না অস্ট্রেলিয়ার দাবানল, ঝুঁকিতে ৩০ হাজার পর্যটক

গত দুই মাস ধরে চলমান দাবানলের আগুনে পুড়ছে অস্ট্রেলিয়া। নববর্ষের প্রথম প্রহরেও তাপমাত্রা ও জোর বাতাসের কারণে ১১২টির বেশি ছোট-বড় দাবানলে নিউ সাউথ ওয়েলস পুড়ছে আর ভিক্টোরিয়া পুড়ছে ৪৫টি দাবানলে।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) নতুন করে জরুরি অবস্থা জারি করছে দেশটির ভিক্টোরিয়া রাজ্যে। দাবানলের প্রভাবের কারণে এ রাজ্যের কিছু অঞ্চল থেকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের। এছাড়াও দেশটিতে দাবানলের ঝুঁকিতে রয়েছে প্রায় ৩০ হাজার পর্যটক।

সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, রবিবার (২৯ ডিসেম্বর) ভিক্টোরিয়া রাজ্যের ইস্ট গিপ্সল্যান্ড অঞ্চল থেকে প্রায় ৩০ হাজার পর্যটক ও ৪৫ হাজার স্থানীয় বাসিন্দাকে জরুরি ভিত্তিতে স্থান ত্যাগ করতে বলা হয়। এখন পর্যন্ত ১০ বার জরুরি সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

ভয়াবহ এই দাবানলের কারণে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) একটি গাড়ি থেকে এক ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুই রাজ্য মিলিয়ে  পাঁচজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ফায়ার সার্ভিস সতর্ক বার্তায় জানিয়েছে যে তারা প্রত্যন্ত অঞ্চলের কিছু লোকের কাছে পৌঁছাতে পারছে না।

বোঝাতে নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিসের কমিশনার শেন ফিটসিমন্স জানান, ভয়াবহ এ পরিস্থিতিতে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে সাগর তীরে আশ্রয় নিচ্ছে। নিউ সাউথ ওয়েলসে এমন ভয়াবহ দাবানল আমরা এর আগে কখনো দেখিনি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন