পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে আরো অনেকে।
বুধবার আনুমানিক রাত ৯টায় জলপাইগুড়ির মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ করছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। টুইটারে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, জলপাইগুড়িতে দুর্গোৎসবের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। এ ঘটনায় যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।
গণমাধ্যমের ভাষ্য়মতে, মাল নদীতে প্রতিমা বিসর্জনে প্রতিবছর অনেক মানুষের সমাগম হয়। এসময় রাতে হঠাৎ করেই পানির স্রোতে অনেক মানুষ ভেসে যায়।
এদিকে জলপাইগুড়ি জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসুর ভাষ্য, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৩০ থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে এক শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে।কতজন নিখোঁজ রয়েছে তা সঠিক বলা যাচ্ছে না। নদীর চরে আটকে রয়েছে অনেক মানুষ, তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা।
মাল নদীতে প্রতিবছর প্রতিমা বিসর্জন দেয়া হয়। তবে এবারই আচমকা দুর্ঘটনা ঘটেছে। ঘটনার সময় নদীর পাড়ে প্রায় ১০ হাজার মানুষ ছিল বলে জানান মাল অঞ্চলের বিধায়ক বুলু চিকবরাইক।
আনন্দবাজার/কআ