ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২৫ সালের মধ্যে ১৪ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে সার্বিয়া

ইউরোপের অন্যান্য দেশের মত জীবনমান এবং অবকাঠামো উন্নয়নের জন্য দক্ষিণ ইউরোপের  দেশ সার্বিয়া ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে জন্য ১৪ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। ২০২০ সালের এপ্রিল-মে তে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুজিক।

“আমাদের শক্তিশালী অর্থনৈতিক উন্নয়নের সুযোগ রয়েছে। ইতোমধ্যে যা অর্জন করেছি তাও যথেষ্ট।” বলেন প্রেসিডেন্ট ভুজিক।

এই উন্নয়ন প্রকল্পের মধ্যে ৯ বিলিয়ন ইউরো দিবে বিশ্বব্যাংক। যা ব্যয় হবে রেল ও স্থল ও যোগাযোগের অবকাঠামোগত উন্নয়নে। প্রকল্পের বাকি অর্থ যোগাড় করা হবে ঋণের মাধ্যমে। যা ব্যয় করা হবে নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা এবং ব্যবসায়ীক উন্নয়নে।

শ্রমিকদের পশ্চিমে গমন রোধ করার জন্য পাবলিক সেক্টরে ন্যূনতম মজুরী ৫০০ ইউরো থেকে বাড়িয়ে ৯০০, পেনশন ২২৫ ইউরো থেকে বাড়িয়ে ৪৪০ ইউরো করার চিন্তা করা হচ্ছে।

সার্বিয়া ২০১৯ সাল শেষ করেছে অর্থনৈতিক ঘাটতির মধ্য দিয়ে। আগামী বছরেও ঘাটতি হবে মোট জিডিপি’র ০.৩।

 

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন