ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ নগরবাউল জেমসের জন্মদিন

আজ নগরবাউল জেমসের জন্মদিন

জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস-এর জন্মদিন আজ। ১৯৬৪ সালের ২ অক্টোবর এই দিনে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

চট্টগ্রামে বেড়ে ওঠা জেমস-এর বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বাবার সংগে গান নিয়ে অভিমান করে বাড়ি ছাড়েন জেমস। চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে থাকা শুরু করেন। আর সেখান থেকেই তার সংগীত জীবনের শুরু।

প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে ১৯৮০ সালে প্রতিষ্ঠা করা ব্যান্ড ‘ফিলিংস’ এর মাধ্যমে যাত্রা শুরু হওয়া জেমস তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ ১৯৮৭ সালে প্রকাশিত হয়। এরপর ১৯৮৮ সালে প্রকাশিত ‘অনন্যা’ অ্যালবাম ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। পরে ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ সালে ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’ এবং ১৯৯৯ সালে ‘কালেকশন অফ ফিলিংস’ অ্যালবামগুলো প্রকাশের সাথে সাথে জনপ্রিয়তা তুঙ্গে চলে যায়।

জেমস-এর একক অ্যালবামগুলো হলো- ‘অনন্যা’, ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’ ও ‘কাল যমুনা’। একই সাথে ‘নগর বাউল’ ব্যান্ডের অ্যালবামগুলো হলো- ‘দুষ্টু ছেলের দল’ ও ‘বিজলি’।

কিংবদন্তি রকস্টারকে শুভেচ্ছা জানিয়েছেন বেজবাবা সুমন। জেমসের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে তিনি লেখেন, ‘আমার এসএসসি পরীক্ষা মাত্র শেষ হয়েছে। এক বন্ধুর বেজ গিটার ধার করে ফিলিংস ব্যান্ডের রিহার্সালে গেলাম বেজ বাজাতে। পরে জানতে পেরেছিলাম সেটা অডিশন ছিল। সেদিনটার কথা এখনো খুব স্পষ্ট মনে আছে আমার। প্রিয় জেমস ভাই, আপনাকে নিয়ে কিছু লিখতে বসতে শুরু করলে একটা বই লেখা হয়ে যাবে।’

প্রতি বছরেই দেশের বিভিন্ন জেলার ভক্তরা জেমস ভাইয়ের জন্মদিনটি উদযাপনে নানান আয়োজন করে থাকেন। এবারও ব্যতিক্রম নয় বলে জানান জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।
কিশোরগঞ্জসহ বেশকিছু জায়গায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে জেমস ভক্তদের গ্রুপ ‘দুষ্টু ছেলের দল’।

ঢাকা, খুলনা, যশোর, নরসিংদী, রংপুর, মেহেরপুর, কুড়িগ্রাম, ভোলা পটুয়াখালী, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় জেমস-এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনায় মসজিদ/মাদ্রাসাসহ বিভিন্ন মিলনমেলায় দোয়ার আয়োজন রখেছে। কেক কেটে সুবিধাবঞ্চিতদের সংগে নিয়ে রেখেছে গান ও আড্ডার আয়োজন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন