ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পণ্য রফতানিতে ধাক্কা

পণ্য রপ্তানিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জুলাই-নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে সাড়ে ৭ শতাংশের মতো পণ্য রপ্তানি কমেছে । তাাই সামগ্রিকভাবে নতুন বছরটি  বৈদেশিক মুদ্রা আহরণে চ্যালেঞ্জ দিয়ে শুরু হবে।

গত জুনে শেষ হওয়া ২০১৮-১৯ অর্থবছরে ৪ হাজার ৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। সে সময়ে প্রবৃদ্ধি ছিল সাড়ে ১০ শতাংশ। তারপর নতুন অর্থবছর শুরু হয়েছে জুলাইয়ে। ওই মাসে সাড়ে ৮ শতাংশ প্রবৃদ্ধি ছিল। তারপরের মাস থেকেই পণ্য রপ্তানি আয়ে নেমেছে ধস। নভেম্বর শেষে পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৭ কোটি ডলার। আর এই আয় গত বছরের জুলাই-নভেম্বরের চেয়ে ৭ দশমিক ৫৯ শতাংশ কম।

হঠাৎ শীর্ষ রপ্তানি আয়ের খাত তৈরি পোশাকের রপ্তানি সাড়ে ৭ শতাংশ কমে যাওয়ায় সামগ্রিকভাবে নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে ১ হাজার ৩০৮ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। অথচ গত বছরের এই আয় একই সময়ের চেয়ে ৭ দশমিক ৭৪ শতাংশ কম। তবে বিদায়ী অর্থবছরে পোশাক রপ্তানি সাড়ে ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন