পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ সংলগ্ন ৪টি সরকারি কার্যালয়ের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সেবাগ্রহীতাসহ কার্যালয়গুলোর সরকারি কর্মকর্তা-কর্মচারিও চরম দুর্ভোগে পড়েছেন। ড্রেন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় বছর জুড়েই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় ও পল্লী সঞ্চয় ব্যাংকের সামনে দীর্ঘ সময় থাকে এ জলাবদ্ধতা।
সরেজমিনে দেখা যায়, জলাবদ্ধতা পাড়ি দিয়ে সেবাগ্রহীতারা উপজেলা নির্বাচন কার্যালয়ে যাতায়াত করছেন। আগামী ২ নভেম্বর পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীদের মনোনয়ন দাখিলসহ বিভিন্ন কাজে নির্বাচন কার্যালয়েই বেশি সংখ্যক সেবাগ্রহীতা যাতায়াত করছেন। তবে, ওই কার্যালয়ের সামনে জলাবদ্ধতা থাকায় সেবাগ্রহীতাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া অন্য কার্যালয়ের সেবাগ্রহীতাসহ সরকারি কর্মকর্তা-কর্মচারিরাও কাদা-পানিতে দুর্ভোগের শিকার হচ্ছেন। আসছে শারদীয় দূর্গোৎসব ও পৌরসভার নির্বাচনে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে জলাবদ্ধতা থাকায় কাদা-পানি মাড়িয়ে কর্মকর্তাসহ আনসার সদস্য আসা-যাওয়া করছে।
সহকারি রিটার্নি অফিসার ও পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, একটু পানি হলেই এ কার্যালয়ের সামনে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌরসভার নির্বাচন ঘিরে প্রতিদিন শত শত মানুষকে অফিসে আসতে হয়। তাঁরা কাদা-পানি নিয়েই অফিসে ঢুকে পড়েন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।
পার্বতীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসিম হাসান বলেন, একটু বৃষ্টি হলেই ভবনের সামনে হাঁটুপানি জমে। জলাবদ্ধতায় তাদের যাতায়াতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি সেবা নিতে আসা ব্যক্তিরাও দুর্ভোগের শিকার হচ্ছেন। পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ না নওয়ায় কাটছে না জলাবদ্ধতা। দীর্ঘদিন জলাবদ্ধতা থাকায় পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
কয়েকজন আনসার সদস্য নাম প্রকাশ্যে অনিচ্ছুক জানান, দীর্ঘদিন ধরে আমাদের জুতা খুলে কাদা-পানি ভেঙে অফিসে যেতে হচ্ছে।
পার্বতীপুর উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায় বলেন, পাশাপাশি ৪টি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারি মিলে প্রায় অর্ধশত জনবল রয়েছে। ছুটির দিন ছাড়া প্রতিদিনই জল-কাদা মাড়িয়েই আমাদের অফিসে আসতে হচ্ছে। এমনকি আমার অফিসে সেবা নিতে এসে প্রায় ৮-১০ জন বয়স্ক লোক পা পিছলে পড়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসা ভাতাভোগি নুর ইসলাম (৭০) বলেন, প্রায় বছর ধরে এ জলাবদ্ধতা সৃষ্টি হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পার্বতীপুর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মো. জিয়াবুর রহমান বলেন, সেবাগ্রহীতারা চরম দুর্ভোগ শিকার হয়ে আমাদের কাছে আসেন। বলতে গেলে বছর ধরেই এমন অবস্থা। অফিসের সামনে জলাবদ্ধতা নিয়ে আমি বিষয়টি মাসিক মিটিংয়ে বলেছি।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল বলেন, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ ভবন ও হলরুম নির্মাণ কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।