ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলার শিকার অস্ট্রেলিয়া

ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলার শিকার অস্ট্রেলিয়া

টেলিকমিউনিকেশন খাতের বৃহত্তম প্রতিষ্ঠান অপটাসের ৯৮ লাখ গ্রাহকের তথ্য চুরির আশঙ্কা করছে অস্ট্রেলিয়া।

এ বিশাল অংক অষ্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৩৭ শতাংশ। ২০২২ সালের মার্চের এক প্রতিবেদন অনুযায়ী অপটাস গ্রাহক সংখ্যা ১ কোটির কিছু বেশি।

তবে অপটাসের ভাষ্য, শুধু বর্তমান নয় বরং ২০১৭ সালের আগের গ্রাহকদের তথ্য চুরির আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। গ্রাহকেদের চুরি যাওয়া তথ্যের মধ্যে রয়েছে নাম, জন্মতারিখ, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, পাসপোর্ট নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স নম্বর। যদওি আর্থিক কোনো তথ্য বা কোনো পাসওয়ার্ড চুরি হয়নি বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমের ভাষ্যমতে, এ তথ্যের পুকুর চুরির ঘটনা দেশের বাইরে থেকে সংঘঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর হামলার বিষয়টি আচ করার সঙ্গে সঙ্গেই অপটাস তা অষ্ট্রেলিয়ান ফেডারেল পুলিশকে জানায় ও হামলা প্রতিহত করে। এ ঘটনাকে অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বড় তথ্য চুরির ঘটনা বলে আখ্যা দেওয়া হচ্ছে।

বিবিসি ও সিএসও গণমাধ্যমের জানা যায়, সরকার এ ঘটনাকে নজিরবিহীন আখ্যায়িত দিয়ে স্পর্শকাতর তথ্য চুরির জন্য অপটাসকে দায়ী করছে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন