ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাস্ট ফুড কোম্পানির বিরুদ্ধে মামলা করল ব্রুসলির মেয়ে!

ব্রুসলির মেয়ের মালিকানাধীন ফার্ম চীনের একটি ফাস্ট ফুড কোম্পানির বিরুদ্ধে ব্রুসলির ছবি ব্যবহারের অভিযোগে মামলা করেছে। তাদের অভিযোগ রিয়াল কুঙফু নামের প্রতিষ্ঠানটি বিনা অনুমতিতে  ব্রুসলির ছবি ব্যবহার করছে।

ফার্মটি ফাস্ট ফুড কোম্পানিটিকে দ্রুত ছবিটি দিতে এবং ৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নোটিশ পাঠিয়েছে। তবে কোম্পানিটির দাবি তারা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছে। ছবিটিতে মার্শাল আর্টের পোজে দেখা যায়।

“দ্য রিয়েল কুংফুর ছবিটি নিয়মমাফিক প্রক্রিয়ার মধ্যে পেয়েছে এবং গত ১৫ বছর ধরে ব্যবহার করছে। আমরা বিস্মিত এমন নোটিশ পেয়ে। আমরা নোটিশের জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছি।” একটি বিবৃতিতে জানিয়েছে দ্য রিয়েল কিং ফুড চেইন কোম্পানি।

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন