শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের ভয়ে ব্রিটিশ তেল ট্যাংকারের পিছুটান

যুক্তরাজ্য কর্তৃক ইরানি তেল ট্যাংকার আটকের পর এবার পাল্টা আটকের ভয়ে পিছু হটেছে ব্রিটিশ পেট্রোলিয়ামের একটি সুপার তেল ট্যাংকার।

ব্রিটিশ তেল কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়ামের তেল ট্যাংকারটি আটক হওয়ার ভয়ে হরমুজ প্রণালীতে না ঢুকে পারস্য উপসাগরে সৌদি উপকূলে অবস্থান করছে।

মঙ্গলবার (৯ জুলাই) ইরানের সংবাদমাধ্যম আইআরআইয়ের খবরে বলা হয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশের মুখে জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ নৌবাহিনী গত ৪ জুলাই একটি ইরানী সুপার তেল ট্যাংকার আটক করে। এরপর তেহরান ব্রিটেনের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেয়ার হুমকি দেয়।

ব্রিটিশ সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, ব্রিটিশ তেল ট্যাংকারটি ‘ইরানের হাতে আটক হওয়ার ভয়ে’ হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে।

আরও পড়ুনঃ  ভারতীয় গম রপ্তানিতে আমিরাতের নিষেধাজ্ঞা

সংবাদটি শেয়ার করুন