ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪৩১, মৃত্যু ১

নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪৩১, মৃত্যু ১

নতুন করে একদিনে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৩১ জন ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে বুধবার এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যুসহ এবছর মোট ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ঢাকায় ৩২৮ জন এবং ঢাকার বাইরে ১০৩ জন।

ঢাকার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ১৯০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৩৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। সারাদেশে মোট ১ হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ৪৩৮ জন ছাড়িয়ে গেছে। যার মধ্যে ঢাকায় ৯ হাজার ৭১১ জন এবং সারা দেশে ২ হাজার ৭২৭ জন।

জানা যায় গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। ১০৫ জনের মৃত্যু হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ২৮ হাজার ২৬৫ জন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন