ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সল্প পুঁজিতে উদ্যোক্তা বানাচ্ছে ফেসবুক

বেকার সমস্যার সমাধান করতে পারে ফেসবুক ভিত্তিক বাণিজ্য অথবা এফ-কমার্স। সামান্য একটু কারিগরি দক্ষতা আর সল্প পুঁজিতে এফ-কমার্সের মাধ্যমে দেশে উদ্যোক্তা তৈরি করা যায়। বর্তমানে দেশে প্রায় তিন লাখ এফ-কমার্স উদ্যোক্তা রয়েছে, যাঁদের অর্ধেকের বেশি নারী উদ্যোক্তা। এফ-কমার্স খাতের ক্রমবর্ধমান মানোন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টিতে রাজধানীতে শুরু হয়েছে জাতীয় এফ-কমার্স সম্মেলন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে কেন্দ্র করে গড়ে ওঠা উদ্যোক্তাদের এঞ্জেল ইনভেস্টরদের সামনে উপস্থাপন করতে এই সম্মেলনের আয়োজন।

গতকাল শনিবার রাজধানীর কেআইবি কমপ্লেক্সে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে এই সম্মেলন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রগ্রাম, বেসিস ও ই-ক্যাবকে সাথে নিয়ে বিশেষায়িত ডিজিটাল মার্কেটিং এজেন্সি গিকি সোশ্যাল লিমিটেড এটি আয়োজন করেছে।

দিনব্যাপী এই আয়োজনে প্রডাক্ট এক্সিবিশন, এফ-কমার্স উদ্যোক্তাদের জন্য নলেজ সেশনে দুই হাজার দর্শনার্থী ও এক হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। এর পূর্বে ২০১৫ ও ২০১৬ সালে প্রথম ও দ্বিতীয় এফ-কমার্স সামিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে প্রায় তিন লাখ এফ-কমার্স উদ্যোক্তা রয়েছে, যাঁদের অর্ধেকের বেশি নারী উদ্যোক্তা। দিনব্যাপী সম্মেলনে চারটি নলেজ সেশনে এফ-কমার্স শিল্পের মানোন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া ইউটিউবারদের মতো ফেসবুকেও ভিডিও শেয়ার করে কিভাবে আয় করা যায় সেই দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। সম্মেলনে কন্টেন্ট ক্রিয়েটর ও মেসেঞ্জার বট নিয়ে আলাদা সেশন অনুষ্ঠিত হয়।

আয়োজক প্রতিষ্ঠান গিকি সোশ্যাল লিমিটেডের সিইও মেহেদী হাসান সাগর জানান, ‘আমরা লক্ষ করেছি, তরুণরা বড় একটা সময় সোশ্যাল মিডিয়ায় কাটায়, সেটি নিছক বিনোদন। আমরা তাদের সামনে তুলে ধরতে চাই, কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ক্যারিয়ার গড়া ও উদ্যোক্তা তৈরি করা সম্ভব। আর তাই সেই লক্ষ্যে তৃতীয়বারের মতো আয়োজন করা হলো ন্যাশনাল এফ-কমার্স সামিট ২০১৯।’

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক, এসএমই ভাইর চিফ অপারেশন অফিসার সদরুল হাসান জানান, ‘বেকার সমস্যা সমাধানে, আর্থ-সামাজিক অবস্থান পরিবর্তনে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণরা এফ-কমার্সের বড় বাজার সৃষ্টি করেছে। বর্তমানে এর মানোন্নয়নে, কারিগরি দক্ষতা বাড়াতে, বাজার প্রসারে এসএমই ভাই সব সময় উদ্যোক্তাদের পাশে আছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন