ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্দায় লেনদেন

মন্দায় লেনদেন

সূচকে পতন, লেনদেন সেরা ওরিয়ন ফার্মা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল বুধবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। দুই স্টকের বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। দুই স্টকের লেনদেন পরিমানও কমেছে। ডিএসইর লেনদেন কমে ১৩শ কোটি টাকায় ঘরে অবস্থান করেছে। সিএসইর লেনদেন কমে ২১ কোটি টাকার ঘরে চলে এসছে।

সরকারের নতুন সময় সূচির প্রথম কার্যদিবস গত ২৪ আগস্ট (বুধবার) পতন হয়েছিল। যা আগের টানা ছয় কার্যদিবস উত্থানের পর এই মন্দা। পতন পরের গত দুই কার্যদিবস (বৃহস্পতিবার ও রবিবার) ধরে উত্থানে রয়েছিল পুঁজিবাজার। ওই সময় লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছিলো। পরেরদিন সোমবার লেনদেনে ভাটা পড়ে। সেখান থেকে পরের দুই কার্যদিবস লেনদেন কিছুটা বাড়ে। এর পরেরদিন লেনদেন কমে। পরের কার্যদিবস লেনদেন বেড়ে ২৩শ কোটি টাকায় ওঠেছিল। কমে ফের লেনদেন ১৩শ কোটি টাকার ঘরে অবস্থান করেছিল।

গত বুধবার লেনদেন বেড়ে ২২শ কোটি টাকার ঘরে ছিল। গত বৃহস্পতিবার লেনদেন ১৯শ কোটিতে নামে। লেনদেন কমে গত রবিবার ১৬শ কোটি টাকা, সোমবার ১৩শ কোটি টাকা এবং মঙ্গলবার ১৪শ কোটি টাকার ঘরে চলে এসেছিল। সেখান থেকে লেনদেন কমে গতকাল বুধবার ১৩শ কোটি টাকার কাছাকাছিতে চলে এসেছে। এদিন ডিএসইর সব ধরনের সূচকের পতন হয়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কামেছে।

গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩০৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮০ কোটি ৭ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮৭ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া এদিন ডিএসই-৩০ সূচক ২০ দশমিক ২৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৯ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৩৩৩ দশমিক ২৩ পয়েন্ট এবং ১ হাজার ৪১৭ দশমিক ৫২ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭২টি এবং কমেছে ১৭৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ১২৪টির। এদিন ডিএসইতে ওরিয়ন ফার্মার শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ওরিয়ন ফার্মা ১২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ১১৮ কোটি ৮২ লাখ টাকা, জেএমআই হসপিটাল ৫৫ কোটি ৫ লাখ টাকা, লার্ফাজ-হোল্ডসিম ৩৪ কোটি ৪৩ লাখ টাকা, মালেক স্পিনিং ৩১ কোটি ৮৫ লাক টাকা, শাইনপুকুর সিরামিকস ২৫ কোটি ৯১ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন কেবলস ২৫ কোটি ২ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন ২৪ কোটি ৯১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৪ কোটি ৫৮ লাখ টাকা এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে সিএসইতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২১ কোটি ৪৯ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ৩৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টি, কমেছে ১৪৩টি এবং পরিবর্তন হয়নি ৬৯টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৬৪ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৮ দশমিক ২১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ২৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬২ দশমিক ৬৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৯৯ দশমিক ৬৫ পয়েন্ট এবং সিএসআই সূচক ১৫ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৯২ দশমিক ৭৯ পয়েন্টে, ১৩ হাজার ৫৪৫ দশমিক ৮৩ পয়েন্ট, ১১ হাজার ৪২৮ দশমিক ৮৭ পয়েন্টে এবং ১ হাজার ২২৩ দশমিক ১৯ পয়েন্টে।

এদিন সিএসইতে ওরিয়ন ফার্মার শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ওরিয়ন ফার্মা ৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিং ২ কোটি ৩৪ লাখ টাকা, বেক্সিমকো ১ কোটি ২০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন ১ কোটি ২ লাখ টাকা, জেএমআই হসপিটাল ৯২ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন কেবলস ৫২ লাখ টাকা, স্কয়ার ফার্মা ৪৭ লাখ টাকা, জেএসপি ফাইন্যান্স ৩৮ লাখ টাকা এবং আইএফআইসি ৩৭ লাক টাকার শেয়ার কেনাবেচা হয়।

সংবাদটি শেয়ার করুন