পুজিবাজারে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ কেনা-বেচা থেকে আয় বা ক্যাপিটাল গেইনের উপর কোন আয়কর না দেওয়ার সুবিধা পেয়ে আসছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২২-২৩ অর্থবছরের আয়কর পরিপত্রে সেই সুবিধা প্রত্যাহার করা নিয়ে অস্পষ্টতা তৈরী হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ক্যাপিটাল গেইনের উপর এনবিআরের আয়কর আরোপের বিষয়টি অস্পষ্ট। এটা হয়তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য না।
এনবিআর এর ২০২২-২৩ অর্থবছরের আয়কর পরিপত্রে ক্যাপিটাল গেইনের উপর ১৯৮৪ এর ধারা ৩২ এর উপধারা ৭-এ প্রদত্ত সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এরফলে সরকারি সিকিউরিটিজ এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক কোম্পানির স্টকস ও শেয়ার হস্তান্তর থেকে অর্জিত মূলধনী আয় করযোগ্য আয় হিসেবে পরিগণিত হবে বলে আয়কর পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রযোজ্য হারে কর আরোপ করা হবে।
আনন্দবাজার/শহক