ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১১ জনকে শিরশ্ছেদে হত্যার দাবি আইএস ‘র

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ১১ জন বন্দিকে শিরশ্ছেদ করে হত্যার দাবি করেছে জঙ্গি সংগঠন আইএস। হত্যার ১ মিনিট পর একটি ভিডিওচিত্র প্রকাশ করে এ দাবি করেছে সন্ত্রাসী সংগঠনটি।

তবে এই হত্যাকাণ্ডে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। শুধু জানানো হয়েছে ১১ জন খ্রিস্টান ধর্মাবলম্বী হত্যা করা হয়েছে এবং তারা সবাই পুরুষ ছিলেন। বাগদাদীকে হত্যার প্রতিশোধ হিসেবেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

বিবিসি জানিয়েছে, গত অক্টোবরে আইএস নেতা আবু বকর আল বাগদাদি এবং ওই জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র আবুল-হাসান আল মুহাজির নিহত হন। এরপর ঠিক ২ মাস পরে গত ২২ ডিসেম্বর তাদের নেতাদের হত্যার প্রতিশোধ নিতে নতুন অভিযান শুরুর ঘোষণা দেয় আইএস।

জঙ্গি গোষ্ঠীটির নিজস্ব বার্তা সংস্থা ‘আমাক’ এ প্রকাশিত ভিডিওতে তারা জানায়, গত কয়েক সপ্তাহ ধরে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশ থেকে ওই ১১জন ব্যক্তিকে জিম্মি করা হয়।

নাইজেরিয়ার প্রধানমন্ত্রী মুহাম্মাদু বুহারি এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং দেশের জনগণের প্রতি  ধর্মের ভিত্তিতে নিজেদের মধ্যে বিভক্তি তৈরি না করতে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতেই আমরা সন্ত্রাসীদের খ্রিস্টান ও মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করতে দিতে পারি না। কেননা এই বর্বর হত্যাকারীরা ইসলাম এবং আইন পালনকারী বিশ্বের কোটি কোটি মুসলিমের প্রতিনিধিত্ব করে না।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন